Tuesday, August 26, 2025

প্রবল গরমের পর স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি

Date:

প্রবল গরমের পর স্বস্তির বৃষ্টি নামল বীরভূম আর বাঁকুড়া জেলায়। শনিবার থেকে বদলাতে পারে আবহাওয়া এমন পূর্বাভাস ছিলই। শুক্রবারই সদয় হলেন প্রকৃতি। বাঁকুড়াতে ভারী রকমের বৃষ্টি হল। সঙ্গে ছিল কালবৈশাখী। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিকেলে বৃষ্টি পড়ল বাঁকুড়ায়। তবে তুলনায় একটু বেশি। সঙ্গে কালবৈশাখীর মতো প্রচণ্ড বেগে ঝড়। বিকেল চারটে ৩৫ নাগাদ প্রচণ্ড বেগে ঝড় ওঠে। মিনিট চার-পাঁচের মধ্যে নামে বৃষ্টি। ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বেশ কিছু গাছ ও গাছের ডালপালা। বড় আকারের গাছ ভেঙে পড়ে বিজিবি মোড় ও তামলিবাঁধ-পাঠপুর মোড়ের রাস্তার মাঝে। বাঁকুড়া বন বিভাগের অফিসের দিক থেকে গাছ ভেঙে পড়ে বাঁকুড়া আরটিও অফিসের দেওয়ালে। হতাহত কেউ হয়নি। তবে নিচে ফুটপাথের দোকানের কিছু ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষজন দ্রুততার সঙ্গে গাছটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে, রাস্তা পরিষ্কার করে দেয়।

বীরভূমেও নামে স্বস্তির বৃষ্টি। দুবরাজপুর ও সিউড়িতে বিকেল চারটে নাগাদ অন্ধকার করে আসে চারদিক। বইতে থাকে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে অস্থায়ী কিছু দোকান, বাড়ির ছাউনি উড়ে যায়। এই ঝড়ে আমচাষিদের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- সিনেমার খিদে মেটাতে চলে এল দেবের নতুন স্বাদের  ছবি ‘কিশমিশ’

দুর্গাপুরেও হয়েছে ঝড়বৃষ্টি। শনিবার পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বলে জানা গিয়েছে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version