Monday, November 3, 2025

প্রবল গরমের পর স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি

Date:

প্রবল গরমের পর স্বস্তির বৃষ্টি নামল বীরভূম আর বাঁকুড়া জেলায়। শনিবার থেকে বদলাতে পারে আবহাওয়া এমন পূর্বাভাস ছিলই। শুক্রবারই সদয় হলেন প্রকৃতি। বাঁকুড়াতে ভারী রকমের বৃষ্টি হল। সঙ্গে ছিল কালবৈশাখী। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিকেলে বৃষ্টি পড়ল বাঁকুড়ায়। তবে তুলনায় একটু বেশি। সঙ্গে কালবৈশাখীর মতো প্রচণ্ড বেগে ঝড়। বিকেল চারটে ৩৫ নাগাদ প্রচণ্ড বেগে ঝড় ওঠে। মিনিট চার-পাঁচের মধ্যে নামে বৃষ্টি। ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বেশ কিছু গাছ ও গাছের ডালপালা। বড় আকারের গাছ ভেঙে পড়ে বিজিবি মোড় ও তামলিবাঁধ-পাঠপুর মোড়ের রাস্তার মাঝে। বাঁকুড়া বন বিভাগের অফিসের দিক থেকে গাছ ভেঙে পড়ে বাঁকুড়া আরটিও অফিসের দেওয়ালে। হতাহত কেউ হয়নি। তবে নিচে ফুটপাথের দোকানের কিছু ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষজন দ্রুততার সঙ্গে গাছটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে, রাস্তা পরিষ্কার করে দেয়।

বীরভূমেও নামে স্বস্তির বৃষ্টি। দুবরাজপুর ও সিউড়িতে বিকেল চারটে নাগাদ অন্ধকার করে আসে চারদিক। বইতে থাকে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে অস্থায়ী কিছু দোকান, বাড়ির ছাউনি উড়ে যায়। এই ঝড়ে আমচাষিদের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- সিনেমার খিদে মেটাতে চলে এল দেবের নতুন স্বাদের  ছবি ‘কিশমিশ’

দুর্গাপুরেও হয়েছে ঝড়বৃষ্টি। শনিবার পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বলে জানা গিয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version