Wednesday, August 27, 2025

হরিয়ানায় পণ আদায়ে ঘৃণ্য পন্থা স্বামীর! তীব্র নিন্দা সবমহলে

Date:

পণপ্রথা অন্যায়। কুপ্রথা। আর সেটা আদায়ে আরও ঘৃণ্য কাজ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। বাপের বাড়ির লোক  দেড় লক্ষ টাকা পণ( Dowry)দিতে পারেননি। সেই টাকা আদায় করতে  নৃশংস পন্থা অবলম্বন করলেন স্বামী। আত্মীয়দের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ (Gangrape) করিয়ে তাঁর ভিডিয়ো করলেন । পণের টাকা না দিলে সেই ভিডিয়ো পর্ণ সাইটে( Porn Sight) ছাড়ার হুমকিও দিলেন।

নির্যাতিতার অভিযোগ পণের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন।  দেড়লক্ষ টাকা পণের দাবি করেছিলেন শশুরবাড়ির লোকজন এবং মহিলার স্বামী। সেই টাকা না পাওয়ায়  তাঁকে  দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করিয়ে সেই ভিডিয়ো পর্ণসাইটে আপলোড  করার  হুমকি দেন ।

দুই আত্মীয়কে বাড়িতে ডেকে স্ত্রীকে গণধর্ষণ করিয়ে অভিযুক্ত স্বামী বলেন, “পণের টাকা দেবে না তোমার বাড়ির লোক? তোমার গণধর্ষণের ভিডিয়ো ছেড়ে দেব,উপার্জন করব টাকা ।”

স্বামী এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। তাঁর অভিযোগ স্বামী দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করায়। সেই ঘটনার ভিডিয়ো করে । এরপরেই স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান তা হলে এই ভিডিয়ো পর্ন সাইট এবং ইউটিউবে আপলোড করবেন। এমনকি এই ভিডিয়ো তাঁর বাপের বাড়ির লোকেদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দেন। নির্যাতিতার আরও অভিযোগ, ভিডিয়োটি ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।
পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ হরিয়ানায় বিয়ে হয় এই দম্পতির। তার পর থেকেই নাকি পণ নিয়ে মহিলার উপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝে তিনি বাপের বাড়ি চলে যান। কিন্তু তাঁর স্বামী নানা রকম প্রলোভন দেখিয়ে ফের তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। এরপরেই এই  কুকীর্তিটি করেন ।

আরও পড়ুন:Corona Update :গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version