Monday, November 10, 2025

Tripura: মহিলাদের অত্যাচার বিজেপির গুণ্ডাবাহিনীর, মুখ্যমন্ত্রীর সামনেই সরব ছাত্রী

Date:

বিজেপি শাসনে ত্রিপুরার(Tripura) মাটিতে আইনের শাসন নেই। রাজ্যের মহিলাদের উপরও নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে বিজেপির গুণ্ডারা। দলদাস হয়ে কাজ করে চলেছে পুলিশ(Police)। দোষীদের গ্রেফতার তো দূরের কথা তাদের সমর্থন যোগাচ্ছে প্রশাসন। এই অভিযোগ বারবার তোলা হয়েছে ত্রিপুরা বিরোধীদল তৃণমূলের তরফে। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুখোমুখি হয়ে সেই অভিযোগ তুললেন এক সাহসী ছাত্রী। ভরা সভায় এমন অভিযোগের মুখোমুখি হয়ে রীতিমতো অস্বস্তিতে পড়লেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব(Biplab Dev)। পাশাপাশি এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যে অপশাসনের নগ্ন ছবিটা।

সম্প্রতি ত্রিপুরার মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে মহিলা কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর এই সভাতেই ত্রিপুরা রাজ্যের ভয়াবহ অপশাসনের ছবি তুলে ধরলেন কলেজ ছাত্রী। প্রশ্ন তুললেন ত্রিপুরার নির্বাচনী সন্ত্রাস নিয়ে। ত্রিপুরার ইন্দ্রনগরীর বাসিন্দা বিদিশা নামে ওই ছাত্রী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন ২০২১ সালের নির্বাচনে দেখা গিয়েছে, “ইন্দ্রনগরে বিজেপির গুণ্ডারা মহিলাদের বাড়িতে প্রবেশ করে মারধোর করেছে। মহিলাদের উপর নিষ্ঠুর অত্যাচার করছে। শুধু ইন্দ্রনগর নয় এই ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটেছে। পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ স্পষ্টভাবে বলে দিয়েছে, এখন বিজেপি সরকার চলছে ফলে বিজেপির বিরুদ্ধে কোনও মামলা নেওয়া যাবে না। বিজেপি সরকার চলে গেলে তারপর মামলার ফাইল পুনরায় খোলা হবে। এখন থানায় এসে কোনও লাভ হবে না।” ত্রিপুরা রাজ্যের এহেন আতঙ্কের পরিবেশ তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে ওই ছাত্রী প্রশ্ন করেন, গোটা দেশজুড়ে মহিলাদের অগ্রগতির জন্য সরকার কাজ করছে সেখানে ত্রিপুরায় কেন এই ধরনের সন্ত্রাস। কবে রাজ্য এইসব থেকে মুক্তি পাবে? এই ধরনের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো হতভম্ব হয়ে যান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পড়েন অস্বস্তিতে।

আরও পড়ুন:সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩

এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন এই রাজ্যে পুলিশ, বিচার বিভাগ সব আমার আয়ত্তে। খুব স্বাভাবিকভাবে এখানে পুলিশ প্রশাসন বিজেপির দলদাস। তবে আজ একজন ছাত্রী মুখ্যমন্ত্রীর সামনে যে অভিযোগ করলেন তাতে অপশাসনের নগ্ন ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এই সরকার কখনই ত্রিপুরায় সুশাসন দিতে পারবে না। এটা দুর্বৃত্তদের সরকার। এত কিছুর পরও কোনও বিজেপির গুন্ডাকে গ্রেফতার পর্যন্ত করেনি পুলিশ।




Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version