Tuesday, August 26, 2025

আগামী মরশুম থেকে বড় পরিবর্তন আসতে চলেছে আইএসএলে (ISL)। সূত্রের খবর, ছয়টি দলকে নিয়ে এবার আয়োজিত হবে আইএসএলের প্লে-অফস, যেখান থেকে চারটি দল যোগ‍্যতা অর্জন করবে সেমিফাইনালের। জানা যাচ্ছে, এই ফর্ম্যাট প্রযোজ্য হবে আগামী মরশুম থেকেই।

এতদিন পর্যন্ত লিগ পর্বের সেরা চার দল সেমিফাইনালে উঠত বা নকআউট পর্বের যোগ্যতা অর্জন করত। আগামী মরশুম থেকে লিগ পর্বের সেরা ছয় দলকে নিয়ে হবে প্লে-অফ। আইএসএল টেকনিক্যাল কমিটি ও ক্লাবগুলির মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শীর্ষের দুটি দল সরাসরি সেমির জন্য যোগ্যতা অর্জন করবে। এবং তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী দল, এবং চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দল নিজেদের মধ্যে নকআউট ম্যাচ খেলবে। আর সেখান থেকে দুই বিজয়ী দল সেমিতে উঠবে।

এই নকআউট ম্যাচগুলি হবে একক লেগে, এবং যে দলের স্থান সর্বোচ্চ, তাদের ঘরের মাঠেই খেলা হবে। তবে সেমিফাইনালের ফর্ম্যাট একই থাকবে যেখানে হোম ও অ্যাওয়ে লেগে খেলা হবে। এছাড়াও এত দিন পর্যন্ত লিগ পর্বের সেরা দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করত। লিগ শিল্ড ছাড়াও পেত আর্থিক পুরস্কার। আগামী মরশুম থেকে লিগ পর্বের সেরা ছয়টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। আইএসএলের ক্লাব এবং লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version