Monday, August 25, 2025

Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে মাত দিয়ে ট্রফি জিততে মরিয়া বাংলা

Date:

সোমবার রাতে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ আয়োজক কেরল (Keral)। মূলপর্বের গ্রুপে কেরলের কাছেই হেরেছিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। তাই ফাইনালের ম‍্যাচ যে বাংলার কাছে বদলার ম‍্যাচ হতে চলেছে, তা কোচ রঞ্জন ভট্টাচার্য্যের কথায় স্পষ্ট।

রবিবার বিকেলে জোরদার প্রস্তুতি সারে বাংলা দল। ধারেভারে অনেকটাই এগিয়ে কেরল। তাই তাদেরকে টেক্কা দিতে বিশেষ পরিকল্পনাও রয়েছে কোচ রঞ্জন ভট্টাচার্য্যের। তাই বাংলা দলকে নিয়ে  আলাদা পরিকল্পনা এবং অনুশীলনও চলে। ফাইনালের আগে কোনও ভাবেই চাপে থাকতে চাইছে না বাংলা। এমনটাই স্পষ্ট বাংলা কোচের গলায়।

সাংবাদিক সম্মেলনে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” ফুটবল ম্যাচে চাপ থাকবেই। সন্তোষ ট্রফির ফাইনাল খেলা তো সহজ কথা নয়। তবে এতগুলি ম্যাচ হয়ে গিয়েছে। ঠাসা দর্শকের সামনে আমার ফুটবলাররা এতগুলো ম্যাচ খেলে ফেলেছে। তাই সেই চাপ এখন আর নেই। ফাইনাল সম্পূর্ণ আলাদা ম্যাচ। আর কোনও ম্যাচের সঙ্গেই এর তুলনা হবে না। এটুকু বলতে পারি, বাংলা ফাইনালে যথেষ্ট ভাল ফুটবল খেলবে। সুযোগ কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই।”

দলে চোট আঘাত নিয়ে বাংলা কোচ বলেন,” পুরো বাংলা দল একেবারে ফিট এবং চনমনে রয়েছে।”

এদিকে কেরল ম‍্যাচের আগে বাংলার অধিনায়ক  মনোতোষ চাকলাদার গলায় প্রতিশোধের কথা। এই বাংলা অধিনায়ক বলেন, “আমাদের কোনও চাপ নেই ফাইনালের আগে। যদি এমনটা হয়, তাহলে কেরল দল চাপে থাকবে। আমরা অভিযান শুরুর আগে কেরলের কাছে পরাজিত হয়েছিলাম, তাই এই ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে ধরা হবে।”

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version