Monday, November 10, 2025

মুম্বই(Mumbai) থেকে দুর্গাপুরগামী(Durgapur) স্পাইস জেটের বিমানে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার ঘটনায় এবার তদন্তে নামতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই তদন্তের কথা প্রকাশ্যে এনে টুইট করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyatiraditya Sindria)। টুইটে তিনি জানান, ‘দুর্গাপুরে নামার আগে এই টার্বুল্যান্স হয়েছিল। আর তাতে যাত্রীরা যে আহত হয়েছেন তা দুর্ভাগ্যজনক। ডিজিসিএ(DGCA) এনিয়ে টিম তৈরি করেছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দুর্গাপুর বিমানবন্দরে নামার ঠিক আগে মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে স্পাইস জেটের বিমান। দুর্ঘটনার জেরে বিমানে প্রবল ঝাঁকুনি শুরু হয়ে যায়। এর জেরে একাধিক যাত্রী আহত হন। অনেকের মাথায়, শিরদাঁড়ায় চোট লাগে। ঘটনার সময় বিমানের ভেতরের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় কী ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। তবে অভিযোগ উঠেছে সেই সময় সিটবেল্ট বেঁধে রাখার কথা বলা হলেও একাধিক যাত্রী তা করেননি। এমনকী সেই সময় এক বিমান সেবিকা খাবারের ট্রলি নিয়ে ছিলেন। এনিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী হ্যান্ড লাগেজগুলিও নির্দিষ্ট জায়গা থেকে পড়ে গিয়েছিল। এর জেরেও আহত হয়েছেন কয়েকজন যাত্রী। সব মিলিয়ে প্রায় ১৪জন যাত্রী জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।




Related articles

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...
Exit mobile version