Monday, August 25, 2025

জীবন-মরণ লড়াই। কঙ্কালসার শিশুকে বাঁচাতে যেখানে বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা। সেই চিকিৎসায় মাত্র ২টাকার টিকিটের বিনিময় পেলে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবার। পেল রাজ্য সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM। হাড় জিরজিরে চেহারার ২ মাসের শিশুপুত্রকে নিয়ে এসএসকেএমে এসেছিলেন মালা দাস (Mala Das)। খালি চোখে গোনা যাচ্ছিল পাঁজরের হাড়। টানা ৬০ দিনের লড়াই শেষে এখন ফুটফুটে সন্তান খেলছে মায়ের কোলে।

জন্মের পর থেকে শিশুর ওজন কমছিল। চিন্তায় ঘুম উড়েছিলে মা-বাবার। এসএসকেএম-এর নিওনেটাল বিভাগে নিয়ে আসা হয় সদ্যোজাতকে। দেখা যায়, হাজার অসুখ রয়েছে একরত্তির।

• সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স।
• পেটের খাদ্যনালির রস শুকিয়ে গিয়ে জমাট শক্ত- মিকোনিয়াম আইলিয়াস।
• বন্ধ হয়ে গিয়েছিল পেরিস্টালসিস।
• মায়ের পেটের মধ্যেই ফুটো হয়ে গিয়েছিল শিশুর মলত্যাগের নালি।

ডা. দীপঙ্কর রায় জানান, রাসয়নিক প্রদাহজনিত অসুখ মিকোনিয়াম পেরিটোনাইটিস ছিল সদ্যোজাতর। শিশুকে সুস্থ করতে ২৪ ফেব্রুয়ারি ও ৩১ মার্চ পর পর দুটো অস্ত্রোপচার করা হয়।

সেন্ট্রাল লাইন করে শিরার মধ্যে দিয়ে ৬০ দিন খাবার পাঠানো হত শিশুর শরীরে। ৬০ দিন ধরে এই ধরনের চিকিৎসায় বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা খরচ। কিন্তু রাজ্য সরকারি হাসপাতালে মাত্র দু’টাকার টিকিটে এসএসকেএম এই ব্যয়বহুল চিকিৎসা হয়। এখন সন্তানকে সুস্থ দেখে স্বস্তিতে দাস পরিবার।

আরও পড়ুন:জন্মশতবর্ষে সত্যজিৎ অনুরাগীদের জন্য এক অভিনব উপহার , গ্রন্থ সংকলন ‘অশনি সংকেত সম্পূর্ণ ‘

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version