Monday, August 25, 2025

জীবন-মরণ লড়াই। কঙ্কালসার শিশুকে বাঁচাতে যেখানে বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা। সেই চিকিৎসায় মাত্র ২টাকার টিকিটের বিনিময় পেলে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবার। পেল রাজ্য সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM। হাড় জিরজিরে চেহারার ২ মাসের শিশুপুত্রকে নিয়ে এসএসকেএমে এসেছিলেন মালা দাস (Mala Das)। খালি চোখে গোনা যাচ্ছিল পাঁজরের হাড়। টানা ৬০ দিনের লড়াই শেষে এখন ফুটফুটে সন্তান খেলছে মায়ের কোলে।

জন্মের পর থেকে শিশুর ওজন কমছিল। চিন্তায় ঘুম উড়েছিলে মা-বাবার। এসএসকেএম-এর নিওনেটাল বিভাগে নিয়ে আসা হয় সদ্যোজাতকে। দেখা যায়, হাজার অসুখ রয়েছে একরত্তির।

• সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স।
• পেটের খাদ্যনালির রস শুকিয়ে গিয়ে জমাট শক্ত- মিকোনিয়াম আইলিয়াস।
• বন্ধ হয়ে গিয়েছিল পেরিস্টালসিস।
• মায়ের পেটের মধ্যেই ফুটো হয়ে গিয়েছিল শিশুর মলত্যাগের নালি।

ডা. দীপঙ্কর রায় জানান, রাসয়নিক প্রদাহজনিত অসুখ মিকোনিয়াম পেরিটোনাইটিস ছিল সদ্যোজাতর। শিশুকে সুস্থ করতে ২৪ ফেব্রুয়ারি ও ৩১ মার্চ পর পর দুটো অস্ত্রোপচার করা হয়।

সেন্ট্রাল লাইন করে শিরার মধ্যে দিয়ে ৬০ দিন খাবার পাঠানো হত শিশুর শরীরে। ৬০ দিন ধরে এই ধরনের চিকিৎসায় বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা খরচ। কিন্তু রাজ্য সরকারি হাসপাতালে মাত্র দু’টাকার টিকিটে এসএসকেএম এই ব্যয়বহুল চিকিৎসা হয়। এখন সন্তানকে সুস্থ দেখে স্বস্তিতে দাস পরিবার।

আরও পড়ুন:জন্মশতবর্ষে সত্যজিৎ অনুরাগীদের জন্য এক অভিনব উপহার , গ্রন্থ সংকলন ‘অশনি সংকেত সম্পূর্ণ ‘

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version