Thursday, August 21, 2025

বার্লিনে মোদিকে গান শোনাচ্ছে ভারতীয় শিশু, তুড়ি বাজিয়ে তাল দিচ্ছেন প্রধানমন্ত্রী

Date:

শিশুদের সঙ্গে খোশ মেজাজে মিশে পড়তে ভালোইবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মাঝে মধ্যেই শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর(Prime Minister) এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আরও একবার উঠে এলো এমনই এক ছবি। এখানে অবশ্য খুনসুটি নয়, মুগ্ধ হয়ে এক শিশুর গান শুনছেন প্রধানমন্ত্রী, গানের তালে তালে বাজাচ্ছেন তুড়ি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

৩ দিনের ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ মে সোমবার সফরের প্রথম দিনে তিনি গিয়েছেন জার্মানির বার্লিনে। এদিন বার্লিনের এক হোটেলে সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। সেখানেই এক বছর দশেকের শিশু গান শোনায় প্রধানমন্ত্রীকে। দেশাত্মবোধক সেই গান শিশুর মুখে শুনে মুগ্ধ হন প্রধানমন্ত্রী গানের তালে তালে তুড়ি বাজাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গান শেষ হওয়ার পর দরাজ গলায় শিশুটির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায় ‘ওয়াও ওয়াও’ বলে শিশুটির গাল টিপে দেন নরেন্দ্র মোদি। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নিজে ভিডিওটি শেয়ার করেছেন নিজের ফেসবুকে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে ২ মে তিনদিনের ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জার্মানি থেকে সফর শুরু করেন তিনি। সফর শেষ হবে ফ্রান্সে। এর মধ্যে ২ দিন তিনি থাকবেন জার্মানিতে। বিদেশ সফরের আগেই একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি একটি কঠিন সময়ই ইউরোপ সফরে যাচ্ছেন। এই সময় এই অঞ্চল একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তবে এই বাস্তবতার মধ্যেই ভারত ইউরোপীয় দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। ইউরোপের সেই দেশগুলির সঙ্গে ভারত সম্পর্ক রাখতে আগ্রহী যারা শান্তি, শৃঙ্খলা আর সমৃদ্ধির জন্য লড়াই করতে আগ্রহী। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন ও প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন। ৩ দিনের এই সফরে একাধিক বৈঠক করবেন প্রধানন্ত্রী। তিন দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গেও কথা বলবেন তিনি।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version