Tuesday, August 26, 2025

ব্যস্ত কর্মসূচিতেও সৌরভপত্নী ডোনার নাচের অনুষ্ঠানে থাকছেন শাহ

Date:

আগামী ৪ মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর ব্যস্ত কর্মসূচির তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এখান থেকেই জানা গেল, শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সরকারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করার কথা রয়েছে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly)।

স্বরাষ্ট্র দফতরের প্রকাশিত এই সূচি বলছে, ৪ তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতা বন্দরে নামবেন অমিত শাহ। এরপর রাতে নিউটাউনের একটি হোটেলে নিশিযাপন করবেন অমিত শাহ। পরেরদিন ৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে সুন্দরবন যাবেন তিনি। সেখানে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়িতে। সেখানে রোড শো করবেন বলে জানা গিয়েছে। ওইরাতে শিলিগুড়িতেই থাকবেন। এরপর ৬ মে, শুক্রবার সকালে উত্তরবঙ্গের তিনবিঘা এলাকা পরিদর্শন করকরে দুপুরে আসবেন কলকাতায়। কলকাতার পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করবেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও। বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। সেই অনুষ্ঠানেই নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করতে পারেন বলে জানা যাচ্ছে। শাহর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। তবে এই সূচি প্রয়োজনে বদল হতে পারে বলেই খবর।




Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version