Thursday, December 18, 2025

ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Date:

Share post:

বিবাহিত (Married)ভারতীয় মহিলাদের (Indian Women) মনে স্বামীর প্রতি সীমাহীন অধিকারবোধ।স্বামীকে অন্য কারও অর্থাৎ অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে নারাজ তাঁরা। এক গৃহবধূ আত্মহত্যার মামলায় অভিযুক্ত স্বামীর জামিনের আবেদন নাকচ করার সময় এমনটাই জানাল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High court)।

প্রসঙ্গত বারাণসীর সুশীল কুমার সম্প্রতি তৃতীয়বার বিয়ে করেছিলেন। দুটি সন্তান রয়েছে তাঁর তা সত্ত্বেও এমন কান্ড ঘটানোর কথা জানতে পেরে আগের স্ত্রী থানায় সুশীলের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এও জানা গেছে, সুশীল নাকী তাঁর উপরে শারীরিক ও মানসিক নিগ্রহও করতেন। এফআইআরে  সুশীল ছাড়াও তাঁর পরিবারের আরও ৬ জনের নাম রয়েছে।

পুলিশে অভিযোগ জানানোর পরই বিষ খেয়ে আত্মহত্যা করেন সুশীলৈর স্ত্রী।এই মামলাটির প্রসঙ্গে বিচারপতি রাহুল চতুর্বেদীর বেঞ্চ জানিয়েছে, ”ভারতীয় স্ত্রীদের আক্ষরিক অর্থেই তাঁদের স্বামীর উপরে প্রবল অধিকারবোধ থাকে। কোনও বিবাহিত মহিলার কাছে এটা সবচেয়ে  কষ্টের যে তাঁর স্বামী আবার বিয়ে করছেন বা অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। কাজেই এইরকম পরিস্থিতিতে কোনও ভারতীয় মহিলার পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব হয় না। আর এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে।”

আত্মহত্যার পরে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত সুশীল কুমার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়। তখন  অভিযুক্ত ও তাঁর পরিবার আদালতে জামিনের আবেদন জানায়।কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর অভিযুক্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ নেই এই দাবি করে হাইকোর্টে পিটিশন দায়ের করেন। আদালত তাঁর সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন- নিজেকে নির্দোষ প্রমাণ করতে ‘জঙ্গি’ নইমকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিল হাইকোর্ট

 

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...