Saturday, August 23, 2025

ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

Date:

আজ খুশির ঈদ। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়৷ ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:বাইরে থেকে কেউ কেউ বাংলার সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, রেড রোডে ইদের অনুষ্ঠানে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সকলকে ঈদের অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্য বিরাজ করুক। আমাদের নিজেদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাক। আল্লাহ সকলকে ভাল রাখুন।”

অন্যদিকে ঈদ উপলক্ষে টুইটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সকলকে ভালো রাখুক। সকলের জীবন আনন্দ, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বিরাজ করুক”।

শুধু ঈদ নয়, আজ অক্ষয় তৃতীয়াও। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী টুইট করে অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানান সবাইকে। সকলের সমৃদ্ধি, সুখ, আনন্দ এবং সুস্বাস্থ্য কামনা করেন তিনি। টুইটারে লিখেছেন, মঙ্গলময়ী মা আমার সমস্ত ভাই-বোনেদের ভালো রাখুন।




অক্ষয় তৃতীয়াতে দেশবাসীকে শুভেচ্ছা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটবার্তায় সাংসদ লেখেন, অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে সকলকে শুভেচ্ছা।সকলের জীবন সুখময় হোক। দুঃখের স্মৃতি ভুলে নতুনের পথচলায় ঈশ্বর সকলকে শক্তি দিক।

এদিন সকালে বৃষ্টিভেজা কলকাতাতে রেড রোডের বিশেষ নমাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশে পরিস্থিতির ঠিক নেই। দেশে বিভাজনের নীতি চলছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’এরপর বেকবাগানের নামাজ অনুষ্ঠানেও উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version