Saturday, August 23, 2025

ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Date:

বিবাহিত (Married)ভারতীয় মহিলাদের (Indian Women) মনে স্বামীর প্রতি সীমাহীন অধিকারবোধ।স্বামীকে অন্য কারও অর্থাৎ অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে নারাজ তাঁরা। এক গৃহবধূ আত্মহত্যার মামলায় অভিযুক্ত স্বামীর জামিনের আবেদন নাকচ করার সময় এমনটাই জানাল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High court)।

প্রসঙ্গত বারাণসীর সুশীল কুমার সম্প্রতি তৃতীয়বার বিয়ে করেছিলেন। দুটি সন্তান রয়েছে তাঁর তা সত্ত্বেও এমন কান্ড ঘটানোর কথা জানতে পেরে আগের স্ত্রী থানায় সুশীলের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এও জানা গেছে, সুশীল নাকী তাঁর উপরে শারীরিক ও মানসিক নিগ্রহও করতেন। এফআইআরে  সুশীল ছাড়াও তাঁর পরিবারের আরও ৬ জনের নাম রয়েছে।

পুলিশে অভিযোগ জানানোর পরই বিষ খেয়ে আত্মহত্যা করেন সুশীলৈর স্ত্রী।এই মামলাটির প্রসঙ্গে বিচারপতি রাহুল চতুর্বেদীর বেঞ্চ জানিয়েছে, ”ভারতীয় স্ত্রীদের আক্ষরিক অর্থেই তাঁদের স্বামীর উপরে প্রবল অধিকারবোধ থাকে। কোনও বিবাহিত মহিলার কাছে এটা সবচেয়ে  কষ্টের যে তাঁর স্বামী আবার বিয়ে করছেন বা অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। কাজেই এইরকম পরিস্থিতিতে কোনও ভারতীয় মহিলার পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব হয় না। আর এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে।”

আত্মহত্যার পরে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত সুশীল কুমার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়। তখন  অভিযুক্ত ও তাঁর পরিবার আদালতে জামিনের আবেদন জানায়।কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর অভিযুক্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ নেই এই দাবি করে হাইকোর্টে পিটিশন দায়ের করেন। আদালত তাঁর সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন- নিজেকে নির্দোষ প্রমাণ করতে ‘জঙ্গি’ নইমকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিল হাইকোর্ট

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version