Wednesday, August 27, 2025

মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান ১৫০

Date:

বিজেপি (BJP)ও মোদি (Modi) জমানায় বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে আরও পিছিয়ে গেল ভারত(India)। চলতি বছরের সমীক্ষায় উঠে এসেছে, গতবারের থেকে আরও আট ধাপ নেমে ১৮০টি দেশের মধ্যে ভারতে জায়গা ১৫০-এ।

গত বছর এই তালিকায় ১৪২ নম্বরে ছিল ভারত। সম্প্রতি, ‘‘রিপোর্টারস উইথআউট বর্ডারস’'(Reporters without borders)-এর প্রকাশিত তথ্যে এমনটাই উঠে এসেছে।

প্রসঙ্গত, মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এমন হস্তক্ষেপের পর সাংবাদিক ও অনলাইন সমালোচকদের নিশানা বন্ধ করতে অনুরোধ করা হচ্ছে ভারতকে। বিশেষ করে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অজুহাতে অনেক সময় সরকারের সমালোচকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এবার তা বন্ধ করা হোক।

অন্যদিকে, রিপোর্টারস স্যান্স ফ্রন্টিয়ারস (RSF) বলেছে, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত কর্তৃপক্ষের। ভারত সরকারের কাজের সমালোচনা করায় রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়ো মামলায় আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া উচিত। স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ হোক। ভারত সরকারের কাজের সমালোচনা করায় অফলাইন ও অনলাইন, দুই ক্ষেত্রেই হিন্দু জাতীয়তাবাদীদের হুমকি, হেনস্তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। এই ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে পিছিয়ে ভারতের মতোই পিছিয়ে পড়েছে প্রতিবেশি পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সহ বেশকিছু দেশ। তবে ব্যতিক্রম নেপাল। ৩০ ধাপ উঠে এবছর তাদের স্থান হয়েছে ৭৬ নম্বরে। তালিকায় প্রথম তিনে রয়েছে যথাক্রমে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version