Monday, August 25, 2025

সৌরভের বাড়িয়ে কব্জি ডুবিয়ে পঞ্চব্যঞ্জনে নৈশভোজ সেরে বঙ্গ সফর শেষ করলেন অমিত শাহ

Date:

BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বীরেন রায় রোডের বাড়িতে গাঙ্গুলি পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বহু পদের নৈশভোজ সেরে দু’দিনের বঙ্গ সফর শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ভিক্টোরিয়ায় আয়োজিত সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান শেষে রাত ৭টা নাগাদ সৌরভের বাড়ি পৌঁছে যান শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌরভ।

এরপর নৈশভোজের জন্য রীতিমতো এলাহি আয়োজন একই টেবিলে পাশাপাশি বসেই নৈশভোজ সারলেন সৌরভ-শাহ। ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।

জানা গিয়েছে, বাঙালি আপ্যায়ণের রীতি মেনেই পঞ্চব্যঞ্জন সহ বিভিন্ন নিরামিষ পদ ও দই-মিষ্টিতে মহারাজকীয় ‘শাহিভোজ’-এর মহারাজের বাড়িতে। যা হাসিমুখে রীতিমতো চেটেপুটে খেলেন অমিত শাহ।

সৌরভের বাড়ির ”শাহি” মেনুর পূর্ণাঙ্গ তালিকা (সূত্র)

পোড়া আমের সরবত
গন্ধরাজ ঘোল
মোচার চপ
ছানা-কড়াইশুঁটির চপ
পুরভরা আলু
ব্রকোলি কর্ন টার্ট
ভেজিটেবল ডিমসাম
আম পোস্তর বড়া
কড়াইশুঁটির কচুরি
ভাজা মশলার আলুরদম
এঁচোড়ের কালিয়া
ছানার কোপ্তা
কাজু-কিশমিশ পোলাও
ভাজা মুগের ডাল
মিষ্টি দই
নলেন গুড়ের সন্দেশ
পান
ভাজা মৌরী

অন্যদিকে, ঠিক কী কারণে তাঁর বাড়িতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? বিষয়টি নিয়ে গত ২৪ ঘন্টা ধরে রাজনৈতিক মহলে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। গতবছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপি যোগদান নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এদিন অমিত শাহ আসার আগে সৌরভ জানান একান্তই সৌজন্য সাক্ষাৎ। তাঁর কথায়, “ওনার সঙ্গে আমার বহুদিনের আলাপ। খেলার সময়েও দেখা হত। এবারও দেখা হবে। আমি ওনার ছেলের সঙ্গে কাজ করছি। এর থেকে বেশি কিছু নয়।”

আরও পড়ুন- Bratya Basu: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাস বদলে নয়া ভাবনা শিক্ষামন্ত্রীর

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version