Wednesday, November 12, 2025

কাশীপুরে মৃত যুবক পুরভোটে তৃণমূলের কর্মী ছিল, দাবি অতীন ঘোষের

Date:

কাশীপুরে “যুবমোর্চা” নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাদের যুবনেতাকে। ভোটের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই মুহূর্তে বঙ্গ সফরে থাকা অমিত শাহ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

যদিও তৃণমূলের দাবি, মৃত যুবক গত কলকাতা পুরসভা ভোটে তাদের হয়ে কাজ করেছিল। ঘটনাস্থলে এসে কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেন, কাশীপুরে মৃত যুবক পারিবারিকভাবে কংগ্রেসি পরিবারের ছেলে, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল না। গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিল। মৃত যুবকের বাবা কংগ্রেস করতেন। তিনিও আত্মহত্যা করে মারা গিয়েছেন। বিজেপি এখানে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমন সিংয়ের দাবি, মৃত যুবক সেভাবে সক্রিয় রাজনীতি না করলেও পুরভোটে তাঁর হয়ে প্রচার করেছিলেন। সে স্থানীয় একটি ক্লাবের সক্রিয় সদস্য। বিজেপির সঙ্গে সম্পর্ক নেই। বিজেপি নাটক করছে।

উল্লেখ্য, আজ, শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম।

আরও পড়ুন:সরকারের নির্দেশমত আজ থেকেই বেসরকারি স্কুলগুলিতেও পঠনপাঠনে বদলের নির্দেশ

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version