মানবিক রূপ ধরা পড়ল নিউজিল্যান্ডের (New Zealand) ক্রিকেটার আজাজ প্যাটেলের (Ajaz Patel)। নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম প্রিয়, এক ইনিংসে ১০ উইকেট নেওয়া জার্সিটি নিলামে তুলে দিলেন তিনি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন আজাজ। শিশুদের হাসপাতাল (Hospital) তৈরির জন্যই এই সিদ্ধান্ত নেন তিনি।


এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আজাজ বলেন,”গত বছর আমাদের মেয়ে অসুস্থ হয়ে নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় আমাকে এবং আমার স্ত্রীকে ওই হাসপাতালে থাকতে হয়। তখন সেখানকার সমস্যাগুলি আমাদের চোখে পড়ে। আর আমরা মনে-মনে ঠিক করি যে এই হাসপাতালের উন্নয়নের জন্য টাকা দান করব। আর সেটার জন্যই এই জার্সিটা নিলাম করছি। এখান থেকে পাওয়া পুরো অর্থ হাসপাতালের উন্নয়নের জন্য দিয়ে দেব।”

View this post on Instagram

গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতে বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিল এই বাঁহাতি কিউয়ি স্পিনার। জিম লেকার এবং অনিল কুম্বলের পর আজাজই হলেন একমাত্র স্পিনার যিনি এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

আরও পড়ুন:Asian Games: করোনার কারণে স্থগিত হতে চলেছে এশিয়ান গেমস






















