Sunday, November 9, 2025

কাঞ্চনজঙ্ঘা অভিযানে মৃত্যু ভারতীয় অভিযাত্রীর

Date:

Share post:

নেপালের কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) আরোহণ করতে গিয়ে মৃত্যু হল ভারতীয়ের। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। নারায়ণ আইয়ার (Indian Climber Narayan Iyer) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮ হাজার ২০০ মিটারে।

মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ছিলেন নারায়ণ আইয়ার। বয়স ছিল ৫২ বছর। কাঠমাণ্ডুর পর্বতারোহণ আয়োজক সংস্থা ‘পায়োনিয়ার অ্যাডভেঞ্চার’-এর তরফে নিভেশ কারকি বলেন, দলের সদস্যদের তুলনায় নারায়ণ (Indian Climber Narayan Iyer) একটু ধীর ছিলেন। তাই সামিট অ্যাটেম্পটের সময়ে তিনি বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তাঁর সঙ্গে দু’জন শেরপা ছিলেন। কিন্তু একসময় তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। তারপরই তিনি মারা যান। নায়ায়ণে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পর্বতারোহণ আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁর দেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, নেপাল সরকার এবার ৬৮ জন পর্বতারোহীকে অনুমোদন দিয়েছে কাঞ্চনজঙ্ঘা আরোহণে। তাঁদের মধ্যে বেশিরভাগই বৃহস্পতিবার সামিট করেছেন। কাঞ্চনজঙ্ঘার সামিট মার্চ পর্বতারোহণের জগতে কঠিন ও দীর্ঘ পথ বলা হয়। অভিজ্ঞ পর্বতারোহীদের মতে, শেষ অবধি শক্তি ধরে রাখা খুব কঠিন এবং অক্সিজেনের সমস্যাও হয়। কারণ যতটা অক্সিজেনের প্রয়োজন তার চেয়ে কখনও দু’টি বা একটি সিলিন্ডার বেশিও দরকার হয় পর্বতারোহীদের।

নেপাল হিমালয়ের শৃঙ্গগুলিতে আরোহণ মরসুমে এই বছরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এপ্রিল মাসে ধৌলাগিরি শৃঙ্গ আরোহণ করে নামার সময়ে মৃত্যু হয়েছিল এক গ্রীক আরোহীর। এভারেস্ট অভিযানেও মারা গিয়েছিলেন এক নেপালী অভিযাত্রী। এবার কাঞ্চনজঙ্ঘা আরোহণের সময় প্রাণ গেল ভারতীয়র (Indian Climber Narayan Iyer)।

আরও পড়ুন- বাম আমালের তুলনায় কারিগরি শিক্ষায় ৪ গুণ এগিয়েছে বাংলা, জব ফেয়ারে বিপুল কর্মসংস্থান: হুমায়ুন

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...