Sunday, August 24, 2025

বেঘোরে প্রাণ গেল মুম্বইয়ের(Mumbai) সন্দীপ কোরেগাঁওকর নামক এক নির্দোষ ব্যক্তির। একটি লোন অ্যাপ ( Loan App) থেকে ঋণ নেওয়ার অপবাদ দেওয়া হয়েছিল তাঁকে। শুধু তাই নয় ক্রমাগত চাপও দেওয়া হচ্ছিল সেই  ঋণ শোধ করার। যদিও জানা গেছে, ওই কোনও ব্যক্তি কোনও ঋণই নেয়নি। তা সত্ত্বেও ভয়ঙ্কর অপদস্থ হয়। তাঁরই বিকৃত করা নগ্ন ছবি বন্ধু ও আত্মীয়স্বজনকে পাঠিয়ে দেয় সেই অ্যাপের ‘এজেন্ট’(Agent)। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ওই যুবক। সাইবার জালিয়াতির প্রকৃষ্ট উদাহরণ আবার লোকসমক্ষে।

বিষয়টি খতিয়ে দেখার পর জানা গেছে, আদৌ কোনও লোন সন্দীপ নেননি ওই অ্যাপ থেকে। তবুও তাঁকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল অভিযুক্ত অ্যাপ এজেন্ট।

নিহত যুবকের ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমার দাদা অন্ধেরিতে একটি লিফট সংস্থার সেলসম্যান ছিল। ও জানিয়েছিল, ওর কোনও ঋণ নেই। তবুও ওকে বিব্রত করা হচ্ছিল। দুষ্কৃতীরা পরে ওর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপে ওর সহকর্মী ও আত্মীয়দের পাঠিয়ে দেয়।”

এই ঘটনায় অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। এরপরেই আত্মহত্যা করেন তিনি। সেই সময় বাড়িতে কেউ ছিলনা। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বিষয়টি বিশদে জানিয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।  ব্যবস্থা নিলে হয়তো প্রাণ যেতনা সন্দীপের।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্হানীয় প্রশাসন। ওই অঞ্চলের পুলিশ সূত্রের খবর এই ধরনের লোন অ্যাপের সংখ্যা বাড়ছে। বহু চক্রই গজিয়ে উঠছে যারা এর মাধ্যমে জালিয়াতি চালাচ্ছে। কেবল অ্যাপ নয়, এমনকী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও পাতা হচ্ছে ফাঁদ।

আরও পড়ুন- বিনা জ্বালানিতে ভেসে থাকতে পারে টানা একবছর, কী সেই সৌরশক্তি চালিত বিমান?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version