Tuesday, November 4, 2025

ভিক্টোরিয়ার অনুষ্ঠানে বাংলার দুর্গাপুজোর UNESCO হেরিটেজের সমস্ত কৃতিত্ব মোদিকে দিলেন শাহ

Date:

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরে দু’‌দিনের বঙ্গ সফর শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে আজ, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে বিশেষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহ। যার পোশাকি নাম রাখা হয়েছিল, “আজাদি কা অমৃত মহোৎসব”। সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে একসঙ্গে পথ চলার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন শাহ। যেখানে নৃত্য পরিবেশন করেন সৌরভ পত্নী ডোনা।

অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ বলেন, “একটি সময় আমাদের দেশের বিবিধতাই উন্নতির পথে সবথেকে বড় বাধা মনে করা হত। কিন্তু ২০১৪ সালের পর মোদিজি গোটা বিশ্বে প্রমাণ করে দিয়েছেন ভারতের এই বিবিধতাই আমাদের মূল সঞ্চলিকা শক্তি।”

এই অনুষ্ঠানেই নৃত্যের মাধ্যমে মা দুর্গার ৯টি রূপ ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। যার প্রশংসা করে শাহ বলেন, “আমাদের দেশের বিবিধতাই আমাদের সম্পদ। আমি গুজরাত থেকে এসেছি। এখানে বাংলায় নৃত্য পরিবেশনা হল। কিন্তু কিছু বুঝতে আমার অসুবিধা হয়নি।”

ভিক্টোরিয়ায় এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির মন্ত্রী ও সাংসদরাও। আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনিও বক্তব্য রাখেন। তবে অনুষ্ঠানে অদ্ভুতভাবে রাজ্য সরকারের কোনও মন্ত্রী বা প্রতিনিধিকে দেখা যায়নি। কারণ, তাঁরা আমন্ত্রণ পাননি। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন- ইউনেস্কোর সম্মান বাংলার, অপমান করছে কেন্দ্র, প্রতিবাদে ফোরাম ফর দুর্গোৎসব

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version