ফের আফগানিস্তানকে তালিবান দখল মুক্ত করতে মরিয়া আফগান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সামি সাদাত (Sami Sadat)। তাঁর নেতৃত্বেই শুরু হয়েছে প্রত্যাঘাতের পরিকল্পনা। গত আগস্টে ফের আফগানিস্তানের (Afghanistan) দখল নেয় তালিবান (Taliban)। তারপর থেকেই সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ বাসিন্দারা। এই অবস্থা থেক মুক্তি পেতে চাইছে আফগান সেনারা।

ন্যাটো বাহিনী ও মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই তা পুনর্দখল করে তালিবান। কিন্তু আফগানিস্তানকে তালিবান মুক্ত করতে চাইছে ওয়াশিংটন (Washington) ও লন্ডন (London)। আপাতত লেফটেন্যান্ট জেনারেল সামি সাদাতর উপরেই বাজি ধরতে চাইছে তারা।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফগানে তালিবান-বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সেনাবাহিনীর এই দক্ষ লেফটেন্যান্ট জেনারেল। এই কয়েক মাস তিনি লন্ডনে থেকে ঘুঁচি সাজাচ্ছেন তিনি। সাদাত পাশে পেয়েছেন পঞ্জশিরের নেতা আহমেদ মাসুদ সাদাতকে। সূত্রের খবর, প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেও রয়েছেন এই জোটে।

একদিনকে যেমন সামির উপরেই আস্থা রাখতে চাইছে আমেরিকা ও ব্রিটেন। তেমনই তালিবানকে পরোক্ষে মদত দিচ্ছে রাশিয়া, চিন ও ইরান। এই পরিস্থিতিতে একজোট হয়ে লড়াই চালিয়ে তালিবানের হাত থেকে স্বদেশকে মুক্ত পারবন কি সাদাত- সেদিনেই তাকিয়ে বিশ্ব।
