Monday, August 25, 2025

আড়াল থেকেই ব্যাট করছে করোনা(Corona)। প্রতিদিনই বাড়ছে তার স্কোর। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। করোনাকে (Corona) হালকা ভাবে নেবেন না, পরামর্শ বিশেষজ্ঞদের।

যতই স্বাভাবিক ছন্দে জীবন চলুক না কেন, করোনা এখনও আছে নিজের চেনা পথেই। দেশের কোভিড গ্রাফ(Covid Graph) মাঝেমধ্যেই বেশ ঊর্ধ্বমুখী।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। এই নিয়ে দেশে আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ৪৮ জন।

ভাইয়ের পচাগলা মৃতদেহ আগলে দাদা-বৌদি, রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বাঁকুড়ায়

আইসিএমআর(ICMR) জানিয়ে দিয়েছে, আপাতত চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই।কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস (active case) বেড়ে হল ২০ হাজার ৩০৩। পাশাপাশি মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। দেশের পাশাপাশি যদি বাংলার দিকে দেখা যায় তাহলে সেখানে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যাটা ছিল ০। কিন্তু  গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জনের।

সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগের মাঝেও অবশ্য দেশে সুস্থতার হার স্বস্তিজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।



Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version