Tuesday, August 12, 2025

ভাইয়ের পচাগলা মৃতদেহ আগলে দাদা-বৌদি, রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বাঁকুড়ায়

Date:

মৃত্যুর পর ভাইয়ের পচাগলা দেহ আগলে বসেছিলেন দাদা এবং বৌদি। পার্ক স্ট্রিটের (Park Street)রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া দেখা গেল সম্প্রতি বাঁকুড়া (Bankura)মৃত্যুকাণ্ডে। যে শুনছেন সেই শিউরে উঠছেন। রবিনসন স্ট্রিট কাণ্ডে দিদির মৃতদেহ আগলে রেখেছিলেন ভাই। এখানে ভাইয়ের দেহ আগলে রইলেন দাদা-বৌদি। গতকাল ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রে খবর, ৫৬ বছরের সনৎ কর্মকার বাঁকুড়ার দোলতলায় নিজের দাদা-বউদির সঙ্গেই থাকতেন।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতের দাদার দাবি,গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর ভাই সনৎ বাবু।
মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন বাঁকুড়া সদর থানার পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান অন্তত দুদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সত্য গোপন করেছেন মৃতের দাদা। ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই পুলিশে খবর দেন।পরে পুলিশ এসে বাড়ি থেকে উদ্ধার করে ভাইয়ের পচাগলা মৃতদেহ।

এর আগে পাটুলিতেও এইরকম ঘটনা ঘটেছিল মৃত ছেলের দেহ আগলে বসেছিলেন গোটা পরিবার বাবা,মা, বোন সকলে। সেখানেও এলাকার বাসিন্দারা তীব্র পচা গন্ধ পান। বাড়ির সদস্যদের ডাকাডাকি করার পর সাড়া না পেলে সন্দেহ দানা বাঁধে। এরপরই খবর দেওয়া হয় পাটুলি থানায়।


পুলিশ সূত্রে জানা যায় ,ওই বাড়ির ছেলে প্রিয়ঙ্কর রায়ের (৩৫) মৃতদেহ আগলে রেখেছিলেন তাঁরা। ছেলে যে মৃত তা মানতেই চাইছিলেন না বাবা-মা। তাঁদের কথাতে অসংলগ্নতা দেখতে পান তদন্তকারীরা।

আরও পড়ুন:Recruitment: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ পোস্ট অফিসে 

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version