Wednesday, November 5, 2025

বাবার অপকীর্তির ভিডিয়ো পোস্ট করে ন্যায়বিচারের আর্জি মেয়ের, ভাইরাল হল ভিডিয়ো 

Date:

বাবার ধর্ষণের(Rape)ভিডিয়ো(Video)পোস্ট করে ন্যায়বিচার(Justice)চাইলেন তরুণী। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে অভিযুক্ত গ্রেফতার।

ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সমস্তিপুরে। মেয়েকে ধর্ষণ করে বাবা (father raped daughter) এবং ধর্ষণের পরই হুমকি দিয়েছিলেন — এই কথা যেন পাঁচ কান না হয়। নির্যাতিতার মা এবং মামাও ধর্ষণের কথা জানতে পেরেছিলেন কিন্তু তাঁরা তো কোনও অভিযোগ দায়ের করেনই নি, উপরন্তু ঘটনাটি গোপন রাখার জন্য চাপ দিয়েছিলেন নির্যাতিতাকে। কিন্তু মুখ বন্ধ রাখেন নি তিনি।
তখনও বাবা জানতেন না  যে তাঁর কুকীর্তি গোপন ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপরেই মেয়ে দেরী না করে বাবার অপকীর্তি প্রকাশ্যে আনতে মেয়ে সেই ধর্ষণের ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেন। সেই সঙ্গে দাবি জানালেন ন্যায়বিচারের। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। এখানেই শেষ নয় এরপর নির্যাতিতা তাঁর বাবার বিরুদ্ধে থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাবার বয়স ৫০। তিনি পেশায় শিক্ষক।
অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সমস্তিপুরের রোসেরার বাসিন্দা।

রোসেরার মহকুমার পুলিশ আধিকারিক শাহিয়ার আখতার শনিবার বলেন, ‘‘নেটমাধ্যমে ওই পোস্ট এবং ভিডিয়ো দেখে প্রথমে আমরা স্বেচ্ছা অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। তাঁর মেয়েও লিখিত ভাবে ধর্ষণের কথা জানিয়েছেন।” পুলিশের দাবি,নির্যাতিতার মা ও মামা ঘটনাটি জানা সত্ত্বেও অভিযোগ না জানিয়ে তাঁকে ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version