Thursday, November 13, 2025

অর্জুন চৌরাশিয়া রহস্যমৃত্যু: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নেই খুনের প্রমাণ

Date:

অর্জুন চৌরাসিয়ার(Arjun Chourasia) রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে চাপানউতোর বেড়েই চলেছে। মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আদালতের নির্দেশ মেনে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের পর শনিবার নিমতলা শ্মশানে সম্পন্ন হয়েছে শেষকৃত্য। এরইমাঝে ময়নাতদন্তের(Postmortem) প্রাথমিক রিপোর্টে খুনের(Murder) প্রমাণ নেই বলেই জানা যাচ্ছে। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

শনিবার কম্যান্ড হাসপাতালের প্যাথোলজি ও ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক হেমন্ত ও চিকিৎসক জসবিন্দরের তত্ত্বাবধানেই চলে অর্জুনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া। সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও মেলেনি। প্রসঙ্গত, অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই মৃত্যুতে খুনের তত্ত্ব খাড়া করেছেন। দাবি উঠেছে সিবিআই তদন্তের। তবে এতকিছুর পর ময়না তদন্তের রিপোর্টে যদি খুনের প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে নিশ্চিতভাবে অস্বস্তিতে পড়তে হবে বিজেপিকে। যদিও চুড়ান্ত রিপোর্ট আসার পরই খুন নাকি আত্মহত্যা সেবিসয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন:নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক

এদিকে অর্জুনের রহস্যমৃত্যুতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ির সামনে ও চারপাশে আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার হয়, সেখানেও তদন্তে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দীর্ঘক্ষণ সেখানে নমুনা সংগ্রহ চলে। একটি ট্রাইপডে থ্রিডি স্ক্যানার বসিয়ে চলে নজরদারি। সন্দেহজনক কিছু রয়েছে কি না তা শনাক্ত করা হয়। কোয়ার্টারের বাইরের ছবির পাশাপাশি ভিতরে, যেখানে দেহটি উদ্ধার হয় সেখানকার ছবিও তোলা হয়। একই সঙ্গে কোয়ার্টারের অন্যান্য ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এক ঘর থেকে অন্য ঘরের দূরত্ব সমস্তটাই নোট নিয়েছেন তদন্তকারীরা। মোবাইলের কল লিস্ট ধরে খতিয়ে দেখা হচ্ছে সেদিন রাতে শেষ কার কার সঙ্গে তাঁর কথা হয়েছিল।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version