Wednesday, November 12, 2025

অর্জুন চৌরাশিয়া রহস্যমৃত্যু: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নেই খুনের প্রমাণ

Date:

অর্জুন চৌরাসিয়ার(Arjun Chourasia) রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে চাপানউতোর বেড়েই চলেছে। মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আদালতের নির্দেশ মেনে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের পর শনিবার নিমতলা শ্মশানে সম্পন্ন হয়েছে শেষকৃত্য। এরইমাঝে ময়নাতদন্তের(Postmortem) প্রাথমিক রিপোর্টে খুনের(Murder) প্রমাণ নেই বলেই জানা যাচ্ছে। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

শনিবার কম্যান্ড হাসপাতালের প্যাথোলজি ও ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক হেমন্ত ও চিকিৎসক জসবিন্দরের তত্ত্বাবধানেই চলে অর্জুনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া। সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও মেলেনি। প্রসঙ্গত, অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই মৃত্যুতে খুনের তত্ত্ব খাড়া করেছেন। দাবি উঠেছে সিবিআই তদন্তের। তবে এতকিছুর পর ময়না তদন্তের রিপোর্টে যদি খুনের প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে নিশ্চিতভাবে অস্বস্তিতে পড়তে হবে বিজেপিকে। যদিও চুড়ান্ত রিপোর্ট আসার পরই খুন নাকি আত্মহত্যা সেবিসয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন:নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক

এদিকে অর্জুনের রহস্যমৃত্যুতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ির সামনে ও চারপাশে আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার হয়, সেখানেও তদন্তে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দীর্ঘক্ষণ সেখানে নমুনা সংগ্রহ চলে। একটি ট্রাইপডে থ্রিডি স্ক্যানার বসিয়ে চলে নজরদারি। সন্দেহজনক কিছু রয়েছে কি না তা শনাক্ত করা হয়। কোয়ার্টারের বাইরের ছবির পাশাপাশি ভিতরে, যেখানে দেহটি উদ্ধার হয় সেখানকার ছবিও তোলা হয়। একই সঙ্গে কোয়ার্টারের অন্যান্য ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এক ঘর থেকে অন্য ঘরের দূরত্ব সমস্তটাই নোট নিয়েছেন তদন্তকারীরা। মোবাইলের কল লিস্ট ধরে খতিয়ে দেখা হচ্ছে সেদিন রাতে শেষ কার কার সঙ্গে তাঁর কথা হয়েছিল।




Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version