Saturday, August 23, 2025

কংগ্রেস জামানায় একটির দামে দুটি সিলিন্ডার মিলত: মূল্যবৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

Date:

দফায় দফায় দাম বেড়ে রান্নার গ্যাস(LPG) এখন হাজার ছাড়িয়েছে। মোদি জমানায় ভয়াবহ মূল্যবৃদ্ধিতে(Price Hike) নাকাল দেশবাসী। ভয়াবহ এই পরিস্থিতির জন্য এবার মোদি সরকারকে তোপ দেগে সরব হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রবিবার টুইটে তথ্য তুলে ধরে কংগ্রেস(Congress) জমানার সঙ্গে মোদি জমানার(Modi govt) পার্থক্য তুলে ধরলেন তিনি। জানালেন, এখন যে দামে রান্নার গ্যাস কিনতে হচ্ছে, কংগ্রেস জমানায় এই দামে ২ টি সিলিন্ডার পাওয়া যেত।

মোদি সরকারের অনিয়ন্ত্রিত মূদ্রাস্ফীতি, অযোগ‌্য প্রশাসন ও বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে এদিন টুইটে রাহুল গান্ধী লেখেন, “২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা সরকার ভর্তুকি দিত ৮২৭ টাকা। তবে বর্তমান মোদি জমানায় ২০২২ সালে রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৯৯ টাকা। আর সরকারি ভর্তুকি শূন্য।” যদিও রাহুলের দেওয়া তথ্য শুধুমাত্র দিল্লির গ্যাসের দাম। কলকাতাতে এই গ্যাসের দাম ১০২৬ টাকা। পাশাপাশি রাহুল গান্ধী আরও লেখেন, “শুধু কংগ্রেসই দেশের গরিব এবং মধ্যবিত্তর কথা ভেবে সরকার চালায়। এটাই আমাদের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি।”

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে রান্নার গ্যাসের পাশাপাশি দফায় দফায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে কার্যত আগুন লেগেছে। হুড়মুড়িয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যদিও বিজেপির দাবি, আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের দাম ব্যাপক ভাবে বেড়েছে। যার জেরেই রান্নার গ্যাসের দাম বাড়ছে। যদিও তথ্য বলছে, গত ৭ বছরে ধাপে ধাপে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিয়েছে মোদি সরকার। গত আর্থিক বছরের আগে পর্যন্ত নামমাত্র ভরতুকি দেওয়া হলেও এখন তা প্রায় শূন্য।




Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...
Exit mobile version