Wednesday, August 27, 2025

কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার

Date:

কাশীপুরে বিজেপি যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু রহস্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে ময়নাতদন্ত হয়েছে আলিপুর কম্যান্ড হাসপাতালে। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্ত করবে রাজ্য।

কিন্তু এখনও মৃত যুবমোর্চা নেতার ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আর কিছুই পায়নি রাজ্যের তদন্তকারীরা। পোশাক-সহ অন্যন্য জিনিস হস্তাস্তর করা হয়নি কম্যান্ড হাসপাতালের তরফে। যা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। আগামিকাল, বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর কলকাতার কাশীপুর রেল কোয়ার্টারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় যুবমোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। বিজেপির তরফে দাবি করা হয়, এটা রাজনৈতিক হত্যা। এরপর মৃতের মা-কে নিয়ে হাইকোর্টে যায় বিজেপি। আদালত তদন্তের নিরপেক্ষতার স্বার্থে নির্দেশ দেয়, নিহত যুবমোর্চা নেতার ময়নাতদন্ত হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। ঘটনাস্থলে দাঁড়িয়ে তখন CBI তদন্তের দাবি তোলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসে। যেখানে বলা হয়েছে, গলায় ফাঁস লাগতেই মৃত্যু। ফাঁস লাগার আগে পর্যন্ত যুবকের দেহে প্রাণ ছিল। বাইরে থেকে সেরকম কোনও আঘাতের চিহ্ন মেলেনি। অর্থাৎ, প্রাথমিক রিপোর্টে এই মৃত্যু আত্মহত্যা বলেই অনুমান করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই বাড়ছে আলুর দাম: বিজেপির অভিযোগের জবাবে তোপ তৃণমূলের

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version