Sunday, August 24, 2025

মোলাকাই চ্যানেল জয়ী সায়নীকে “বিশেষ সম্মান” জানিয়ে অভিনন্দন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

Date:

মোলোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে ইতিহাস তৈরি করেছেন বাংলার সাঁতারু সায়নী দাস। ইংলিশ চ্যানেলের পর মার্কিন মুলুকের এই বিখ্যাত চ্যানেল জয় করেন পূর্ব বর্ধমানের কালনার সায়নী। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে সায়নী মোলোকাই চ্যানেল জয়ের নজির তৈরি করেছেন। জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী। এমন কৃতিত্বের পর থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন সায়নী।

আজ, বুধবার পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর কর্ত্তৃক ২০১৮ সালে ‘বিশেষ সম্মান’ প্রাপক ও ‘মোলোকাই’ চ্যানেল জয় করা এশিয়ার প্রথম মহিলা সাঁতারু সায়নী দাস নেতাজি ইন্ডোরে রাজ্য ক্রীড়া দফতরে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন এবং তাঁর সাফল্যের অভিজ্ঞতার কথা জানান। সায়নী এর আগে ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল ও ক্যাটালিনা চ্যানেল জয় করেন। ক্রীড়ামন্ত্রী বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করার জন্য সায়নীকে ব্যক্তিগত ভাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এর আগে সায়নীর কালনার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

উল্লেখ্য, সায়নীর বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি সায়নীর। তার পর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সায়নী নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তোলেন। রটনেস্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয় করেন। এবার সায়নী মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন।

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ ঐতিহাসিক: স্বাগত জানিয়ে আইন বাতিলের দাবি সুজাত ভদ্রর

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version