Friday, August 22, 2025

রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ ঐতিহাসিক: স্বাগত জানিয়ে আইন বাতিলের দাবি সুজাত ভদ্রর

Date:

রাষ্ট্রদ্রোহ আইনে (Sedition Law) স্থগিতাদেশ জারি ঐতিহাসিক সিদ্ধান্ত- মন্তব্য করলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র (Sujata Bhadra)। তিনি বলেন, শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত। এই আইনে এখন আর কাউকে গ্রেফতার করা যাবে না। যাঁরা ইতিমধ্যেই 124A-এর অধীন বন্দি আছেন তাঁরা জামিন পাবেন। সুজাত ভদ্রের অভিযোগ, এই আইন অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হয়েছে। সরকারের বিরোধিতা করে অনেকেই এই আইনের জালে জেলবন্দি হয়েছেন।

সুজাত ভদ্র বলেন, এই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক আইন অবিলম্বে বিলুপ্ত করা উচিত। এই ধারা অনুসারে প্রথম গ্রেফতার করা হয় বালগঙ্গাধর তিলককে। পরে ব্রহ্মানন্দ উপাধ্যায়, মহাত্মা গান্ধীকেও রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে ধরা হয়। এই আইনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এর জেরে জেলবন্দি হয়েছেন রাজনৈতিক নেতা থেকে সাংবাদিক, সাহিত্যিক থেকে শুরু করে মানবাধিকার কর্মীও।

তবে, সুজাত বলেন, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁদের ধরা হয়েছে, তাঁরা এই ধারায় জামিন পেলেও যদি ইউএপিএ-সহ অন্য ধারায় জেলবন্দি থাকেন, তাহলে তাঁদের এখনই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

একনজরে দেখা যাক রাষ্ট্রদ্রোহ আইন কী-

ব্রিটিশ ভারতে ১৮৬২ সালে দণ্ডবিধি চালু হয়। তখন রাষ্ট্রদ্রোহ নিয়ে আলাদা সেকশন ছিল না। ১৮৭০ সালে ধারাটি যুক্ত হয়। এই আইনে কেউ শব্দ, কথা লিখিত অথবা স্বাক্ষরের দ্বারা বা অন্যভাবে ঘৃণা বা অবজ্ঞা ছড়ালে বা চেষ্টা করলে, উত্তেজিত করলে, অথবা উত্তেজনাকে অসন্তোষে বদলানোর চেষ্টা করলে- সরকার তাঁকে আইন অনুযায়ী আজীবন কারাবাস, সঙ্গে জরিমানাও করতে পারে। এই আইনে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করে জেলে পাঠানো যায়। গতবছর সুপ্রিম কোর্ট এই আইনের উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলে। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি এই আইনের প্রয়োজন আছে? এই আইনের পর্যালোচনা কেন করা হবে না? জানাতে চায় শীর্ষ আদালত।

UAPA কী-
ভারতের একতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, সাধারণ নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তাকে সঙ্কটে ফেলার উদ্দেশ্য নিয়ে কোন কাজ, বা দেশের বা বিদেশের যে কোন অংশের মানুষের মধ্যে আতঙ্ক এবং সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্য নিয়ে করা কোনও কাজ ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবে গণ্য হবে। এই কাজগুলির সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করার ক্ষমতা দেওয়া রয়েছে কেন্দ্রের। সরকারি বিজ্ঞপ্তি জারি করে কাউকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করতে পারে সরকার। ঘোষণার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দিতে বাধ্য থাকবে না সরকার

দেশ থেকে চিরতরে মুছে যাক রাষ্ট্রদ্রোহ আইন। আইনের বইতে এর যেন কোনও অস্বস্তি না থাকে- চান সুজাতর মতো মানবাধিকার কর্মীরা। আর সেটা যতদিন না হচ্ছে, ততদিন এই নিয়ে তাঁদের লড়াই চলবে।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version