Friday, December 5, 2025

বউবাজারে ফাটল: মেট্রো কর্তৃপক্ষকে দূষলেন ফিরহাদ

Date:

Share post:

‘বউবাজারে ফাটলগুলি বিপজ্জনক। আড়াই বছর আগেই দেওয়া হয়েছিল নোটিস।কিন্তু তা খতিয়ে দেখননি মেট্রোর ইঞ্জিনিয়াররা।’ বউবাজারের ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়রের ধর্ম পালন করে মানুষদের আগে বাঁচানোর কথা বলে একথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, এলাকার বাসিন্দাদের দাবি, মেট্রো রেলের কাজের জন্য যদি ফাটল ধরে থাকে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষেরই যোগাযোগ করার কথা ছিল ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের সঙ্গে।কিন্তু তারা কেউই খবর নিতে আসেননি। ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশ।

আরও পড়ুন:২২টি কুকুরের সঙ্গে ১১ বছরের ছেলে গৃহবন্দি, উদ্ধার করল পুলিশ


ঘটনাস্থল পরিদর্শনের পর মেয়র জানান,  ‘কলকাতা পুরসভার তরফে বাড়িগুলির অ্যাসেসমেন্টের কাজ শুরু করবে। রিপোর্ট এলে এ নিয়ে নবান্নে বৈঠক করা হবে। যাতে মানুষগুলোকে বিপদের মুখে পড়তে না হয়,সেটা আগে দেখতে হবে।’


মেট্রোর কাজের জেরে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। বুধবার সন্ধের পর থেকে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। বৃহস্পতিবার আরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। বুধবার রাত থেকেই এলাকার বাড়িগুলি অনবরত খালি করার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। বাসিন্দাদের ইতিমধ্যেই হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। মেয়রা ফিরহাদ হাকিম বৃহস্পতিবার পরিদর্শনে এসে জানান, ‘মেট্রোর তরফে বাড়িগুলি বিপজ্জনক জেনেও কী করে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হল’? একই ক্ষোভ জানিয়েছেন এলাকার বিধায়কও।

এদিন সকাল থেকেই বউবাজারের দুর্গাপিতুরি লেনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ, বৃহস্পতিবার দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। তবে সেই বাড়িগুলিতে এখনও বিপদ মাথায় নিয়েই রয়ে গিয়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ, দমকলের কর্মীরা ঘুরছেন। ফাটল ধরা বাড়িগুলির বাসিন্দাদের অবলম্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

বউবাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালেই ঘটনাস্থলে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম গোটা এলাকা ঘুরে দেখে  বলেন, ”এগুলি ভিতের বাড়ি। নীচের মাটি বসে যেতেই বিপত্তি। ২০১৯-এর গাফিলতির পরিণাম এই ফাটল। পাশপাশি মেট্রো কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলেন মেয়র।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...