Sunday, November 16, 2025

“২৩ থেকে ৪৬ টি জেলা করার ইচ্ছে”, আমলাদের সভায় বার্তা মমতার

Date:

রাজ্যের জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টাউনহলে ডব্লুবিসিএস অফিসারদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে ৪৬ করার ইচ্ছে রয়েছে সরকারের।

বৃহস্পতিবার টাউনহলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।” একইসঙ্গে জেলা পারলে আরো বেশি অফিসার প্রয়োজন হবে বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী। এবং পরিকাঠামো গড়ে তুলতে ডব্লুবিসিএস অফিসারদের আরও বেশি ব্যবহারের কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জেলা আরও বাড়াব। অফিসারদের কথা ভেবেই করা হবে। যাতে কেরিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।”

আরও পড়ুন:কফিন থেকে ‘বেঁচে উঠে’ ভয়ে হার্ট অ্যাটাক! শ্রাদ্ধেই চরম পরিণতি মহিলার

একই সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’




Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version