Monday, December 29, 2025

দুর্ভোগের আশঙ্কা! ১৪ দিন আংশিক, ৩দিন সম্পূর্ণ ট্রেন চলাচল বন্ধ ব্যান্ডেল জংশনে

Date:

Share post:

দুর্ভোগের আশঙ্কা। চলতি মাসের ১৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ব্যান্ডেল জংশন (Bandel Junction) স্টেশনে (Station) আংশিক সময়ের জন্য ট্রেন (Train) চলাচল বন্ধ থাকবে। যদিও এই কয়েকদিন সম্পূর্ণভাবে ট্রেন পরিষেবা বন্ধ রাখার কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন, এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে। কারণ, হাওড়া -বর্ধমান মেইন লাইনে ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত একটি নতুন লাইন পাতার পরিকল্পনা করা হয়েছে। সেই তৃতীয় লাইনটি পাতার জন্য এবং ব্যান্ডেল রুট ইন্টারলকিং কেবিন স্থানান্তরিত করার জন্য রেল পরিষেবা আংশিক এবং সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

এই লাইনের ট্রেন পরিষেবা ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত আংশিক বন্ধ থাকবে। কোনও কোনও দিন বেলা ১১ টা থেকে দুপুর দুটো আবার কোনদিন বেলা ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকতে পারে ট্রেন পরিষেবা। এই কয়েকদিন ওই সময়ে ব্যান্ডেল জংশন স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে ৬৮ টি লোকাল ট্রেন এবং বারোটি এক্সপ্রেস ট্রেন। এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়।

রেল দফতর সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনের রুটে রিলে কেবিনটি যেখানে রয়েছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে ওই বিল্ডিংটিকে। আরও আধুনিক ভাবে তৈরি করার জন্য এবং মূলত স্থানান্তরিত করার জন্যই দু সপ্তাহ আংশিক এবং তিনদিন সম্পূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুট রিলে কেবিনটির পুরনো বিল্ডিং যেখানে ছিল সেই বিল্ডিংটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে । আর সেই জায়গায়ই নতুন থার্ড লাইন পাতা হবে। এই কয়েকদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকার ফলে বেশ দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের। কারণ এই পথে নৈহাটি-বর্ধমান-কাটোয়া যুক্ত হয় ব্যান্ডেল জংশন স্টেশনের সঙ্গে। আর সেই স্টেশন থেকে প্রতিদিন গড়ে প্রায় ২২ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। এমনকী, বহু দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল জংশন স্টেশন ধরে যাতায়াত করে।

যদিও এর বিকল্প কিছু ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার জন্য কিছু ট্রেন চুঁচুড়া স্টেশন থেকে চালানো হবে। পাশাপাশি বর্ধমান যাবার জন্য ট্রেনগুলি মগরা স্টেশন থেকে ছাড়া হবে। অন্যদিকে যে ট্রেনগুলো কাটোয়াগামী সেগুলি ত্রিবেণী স্টেশন থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে। যদিও চলতি মাসের শেষের দিকে আবার নতুন করে শুরু হবে ট্রেন পরিষেবা।

 

 

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...