রক্তাক্ত উপত্যকা: কাশ্মীরি পণ্ডিত খুনের পর এবার জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী

গত বৃহস্পতিবার কাশ্মীরের(Kashmir) বদগাঁওয়ে এক কাশ্মীরি পণ্ডিতকে(Pandit) খুনের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এরই মাঝে ফের এক খুনের ঘটনা ঘটল উপত্যকায়। এদিন জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গির(Terrorist) গুলিতে মৃত্যু হল পুলিশকর্মীর। জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মীর নাম রিয়াজ আহমাদ ঠোকার(Riaj ahmad thokar)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রিয়াজের বাড়িতে ঢুকে খুব কাছ থেকে তাঁকে গুলি করে জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পুলওয়ামার স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। সেখান থেকে পাঠানো হয় ৯২ বেসের সেনা হাসপাতালে। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। কাশ্মীর পুলিশের তরফে জানান হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই পুলিশকর্মীর মৃত্যু ঘটনায় টুইটারে পুলিশের তরফে জানানো হয়েছে, “জখম পুলিশ কনস্টেবল রিয়াজ আহমাদ ঠোকার হাসপাতালে মারা গিয়েছেন। তিনি বীর শহিদের সম্মান পেয়েছেন। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা।” পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।




Previous articleএসএস সি : বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৮১ ভুয়ো নিয়োগের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি
Next articleমদ্যপ বাবাকে এলোপাথাড়ি কোপ বসাল মেয়ে!চাঞ্চল্য জলপাইগুড়িতে