Wednesday, August 27, 2025

ঘুষ নিলে অভিযোগ জানান: মুখ্যমন্ত্রী ছবি সহ ‘ভুয়ো পোস্টার’ সোশ্যাল মিডিয়ায়

Date:

“আপনার এলাকায় যদি কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য ঘুষ বা কাটমানি খেয়ে কোনও কাজ করে থাকেন তবে অভিযোগ জানান।” মুখ্যমন্ত্রীর ছবিসহ এমনই একটি পোস্টার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করেছে। যেখানে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ও ইমেইল আইডি দেওয়া হয়েছে। তবে এই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার(State govt) বা তৃণমূলের(TMC) তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি বলে সূত্রের খবর।

সোশ্যাল মিডিয়ায় যে পোস্টারটি ভাইরাল হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবিসহ লেখা হয়েছে, “আপনার এলাকায় কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্য যদি কোন রকম ঘুষ বা কাটমানি খেয়ে কোন কাজ করে থাকেন তাহলে ১৮০০৩৪৫৮২৪৪ টোল ফ্রি নম্বরে ফোন করুন অথবা ৯০৭৩৩০০৫২৪ নম্বরে এসএমএস করুন কিংবা wbcmro@.gmail.com এ মেইল করুন। তদন্তের দায়িত্বে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তার টিম। আপনার পরিচয় গোপন থাকবে।” ভাইরাল হওয়া এই পোস্টার তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। শুধু তাই নয় জানা গিয়েছে, যে দীপ্তাংশু চৌধুরীরর নাম এই পোস্টারে পাওয়া গিয়েছে তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য। শুধু তাই নয় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর তরফে ওই টোল-ফ্রী নম্বরে বার বার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। তৃণমূলের তরফেও এই ধরনের কোন পোস্টার সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এবং তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলের তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি। যদি এমন কোনো অভিযোগ থাকে দলীয় স্তরে এবং সরকারিভাবেও অভিযোগ জানানোর জায়গা রয়েছে। আলাদা করে এই ধরনের কোন পোস্টার দল কিংবা সরকারের তরফে প্রকাশ করা হয়নি ফলে ওই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version