Friday, August 29, 2025

Arjun Chaurasia:মৃত্যুর কারণ খুঁজতে এবার পাসওয়ার্ড বিশেষজ্ঞের দ্বারস্থ পুলিশ

Date:

অর্জুন চৌরাসিয়ার (Arjun Chaurasia) মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার পাসওয়ার্ড বিশেষজ্ঞের(Password Specialist) দ্বারস্থ হতে পারে পুলিশ। থানার পর লালবাজারেও পুলিশের জিজ্ঞাসাবাদের কাছে আগের মতই অনড় থাকলেন নিহত অর্জুনের দাদা আনন্দ চৌরাসিয়া (Anand Chaurasia)। তাঁর স্পষ্ট দাবি, নিহত ভাই এর মোবাইলের পাসওয়ার্ড তাঁর জানা নেই।

গত শুক্রবার বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়াকে(Arjun Chaurasia)ঝুলন্ত অবস্থায় যখন উদ্ধার করা হয় তখন তাঁর পকেটেই মোবাইল ফোন পাওয়া যায়, পরে তা বাজেয়াপ্ত করে পুলিশ। মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন লালবাজারের তদন্তকারী অফিসারেরা।কিন্তু মোবাইলটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত, তাই পাসওয়ার্ড না পেলে মোবাইলের নথি উদ্ধার সম্ভব হচ্ছে না। কলকাতা পুলিশের(Kolkata Police) বিশেষ অনুসন্ধানকারী দলের সদস্যরা অর্জুনের মোবাইল ফোনের পাসওয়ার্ড ও আরও কিছু তথ্য চান অর্জুনের পরিবারের কাছ থেকে। কিন্তু সেই তথ্য জানা নেই বলে পুলিশ আধিকারিকদের জানিয়ে দেন মৃতের পরিবারের সদস্যরা। থানার পর এবার লালবাজারেও তদন্তকারীদের কাছেও একই অবস্থানে আনন্দ চৌরাসিয়া(Anand Chaurasia)।

উল্লেখ্য এদিন বেলা ১২টার কিছু পরে লালবাজারে আসেন অর্জুনের মা, দাদা ও ভাই। তদন্তের স্বার্থেই তাঁদের লালবাজারে তলব করা হয়েছিল। বিকেল সাড়ে চারটের পর তাঁরা চিৎপুর থানার গাড়িতে লালবাজার থেকে বেরিয়ে যান।পরিবারের লোকেরা এদিন ফের দাবি করেন মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে সবার সামনে আনা হোক। কিন্তু এই কেসের বড় সূত্র হতে পারে মোবাইল, এমনটাই মনে করছেন অফিসারেরা। এক্ষেত্রে আদালতের কাছে অনুমতি নিয়ে পাসওয়ার্ড খোলার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সিডিআর থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। দেহ উদ্ধারের আগের দিন অর্জুন কার কার সঙ্গে ফোনে কথা বলেছেন, সেই সকল তথ্য সংগ্রহ করতে পেরেছে লালবাজার পুলিশ।



Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version