Sunday, August 24, 2025

সাংসদদের হুমকি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী মদ্যপ পুত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

Date:

মদ্যপ অবস্থায় সাংসদদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার(Tripura) উপ-মুখ্যমন্ত্রীর(Deputy Chief Minister) ছেলের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিবাদ জানিয়ে টুইটারে বিজেপি ও বিপ্লব দেবকে(Biplab Dev) একহাত নিল তৃণমূল(TMC)। পাশাপাশি ত্রিপুরা পুলিশকে আক্রমন শানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

সম্প্রতি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের ছেলে প্রতীককিশোর দেববর্মনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সংসদ সদস্যদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। প্রতীককিশোর দেববর্মন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-সহ হোটেল কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গালিগালাজও করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনার ভিডিও শুক্রবার প্রকাশ্যে আনে তৃণমূল।

আরও পড়ুন:‘ডাক্তার হয়ে বাবার চোখের চিকিৎসা করতে চাই,’ ছাত্রীর কথায় আবেগতাড়িত মোদি

টুইটারে সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মদ্যপ অবস্থায় ঝগড়া করেছিলেন। মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এবং ত্রিপুরা পুলিশ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটি দেখেছিল! বিপ্লব দেবের গুন্ডারাজ প্রকাশিত!” পাশাপাশি ত্রিপুরা তৃণমূলের তরফে ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে লেখা হয়েছে, “অত্যন্ত লজ্জাজনক ঘটনা! সিনিয়র মন্ত্রীদের ছেলেরা বিপ্লব দেবের গুন্ডারাজের জন্য সংসদ সদস্যদের গালিগালাজ করে! যদিও মুখ্যমন্ত্রীও এবং আমাদের সংবিধানের প্রতি সামান্যতম সম্মান প্রদর্শন করে না। তাঁর মন্ত্রী এবং তাঁদের গুণ্ডাবাজ ছেলেদের দেখে মনে হচ্ছে তারা সেটাই অনুসরণ করছে।”




Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version