Monday, May 5, 2025

একটা সময় দাপটের সঙ্গে দু’দশকেরও বেশি সময় রাজ্যপাট চালিয়ে যাওয়া প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Chief Minister Jyoti Basu)  এবার ওয়েব সিরিজে (Web Series)। পরিচালক হিসেবে উঠে আসছে ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়ের নাম। যদিও পরিচালক এই নিয়ে মুখ খোলেন নি এখনও। বিশ্বস্ত সূত্রের খবর পরিচালক অরুণ রায় এর আগে ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো ছবি করেছেন। এবার তিনি তাঁর ছবির বিষয় নির্বাচন করেছেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। সত্তরের দশকে যাঁর ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার কথা কারও অজানা নয়। তবে টলিপাড়ায় এই নিয়ে জোর গুঞ্জন। খুব তাড়াতাড়ি সিরিজের নামও ঘোষণা করে দিতে পারে প্রযোজনা সংস্থা। হয়ত শ্যুটিংও শুরু হয়ে যাবে তারপরেই। রাজনীতিকের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।অভিনেতার খোঁজে ব্যস্ত পরিচালক। সম্ভবত এ বারও মঞ্চের কোনও নতুন মুখকেই বাম নেতার আদলে তৈরি করতে পারেন তিনি বলে জানা গেছে।
সূত্রের দাবি, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের পাশাপাশি সিরিজে নাকি সমান্তরাল ভাবে দেখানো হবে তাঁর ব্যক্তিজীবনও।
জ্যোতি বসুকে নিয়ে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র রয়েছে। কিন্তু তাঁকে নিয়ে সে ভাবে কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি কখনও হয়নি। ওয়েব সিরিজ তো নয়ই। বাংলায় এমন কোনও প্রয়াস এই প্রথম। পরিচালক এবং প্রযোজনা সংস্থার প্রয়াস সফল হলে অবশ্যই মনে রাখার মতো হবে এই সিরিজ।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version