Friday, August 22, 2025

করোনা (Corona)নিয়ে চিন্তা কমছে। আইসিএমআর(ICMR)আগেই জানিয়েছিল চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কার কিছু নেই। যেন সেই ইঙ্গিত ফিরে আসছে আবারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona)আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।পাশাপাশি উল্লেখজনক ভাবে কমেছে সক্রিয় কেসের সংখ্যা।

রাজধানী দিল্লি সহ হরিয়ানা, কেরালাতে যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৬০৪। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর গ্রাফও বেশ নিম্নমুখী। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। তবে রাজ্যে থাবা বসিয়েছে করোনা। কলকাতার জোকার আইআইএম ইন্সটিটিউটে করোনার থাবা, ৪ দিনে আক্রান্ত ২৪ জন। উদ্বিগ্ন পড়ুয়াদের পরিবার তথা আইআইএম কর্তৃপক্ষ।

অন্যদিকে দেশে সুস্থতার হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন করোনাকে হারিয়ে সেরে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটি ৯৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine)দেওয়া হয়েছে।



Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version