Tuesday, May 13, 2025

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব(Biplab Deb)। শনিবার দিল্লির নির্দেশ মতো কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যপালের(Govornor) কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন বিপ্লব। রাজ্যপালকে পাঠানো মাত্র একটি লাইনের ইস্তফাপত্রে তিনি লিখেছেন, “আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই এই ইস্তফা গ্রহণ করা হোক।” তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই আচমকা ইস্তফায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও বিপ্লব দেবের দাবি, সংগঠনের কাজে মনোনিবেশ করতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

শনিবার রাজভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “আমি বিজেপির ন্যায়নিষ্ঠাবান কর্মকর্তা। আশা করি, আমায় যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পদে থেকে ত্রিপুরার মানুষকে ন্যায় প্রদানের চেষ্টা করেছি। এখন পার্টি চাইছে যে সংগঠনের কাজ করি। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। দীর্ঘ সময় আমার মতো কর্মকর্তা কাজ করলে সরকার দীর্ঘ সময় থাকবে।” সেইসঙ্গে বিপ্লব বলেন, ‘প্রত্যেকের কাজের একটি নির্ধারিত সময় থাকে।’ তবে বিপ্লব দেবের ইস্তফায় প্রশ্ন উঠতে শুরু করেছে, বিধানসভা নির্বাচনের মাত্র ১০ মাস আগে মুখ্যমন্ত্রীকে সংগঠনের কাজে বহাল করতে ইস্তফা দেওয়ানো হল মুখ্যমন্ত্রী পদ থেকে? যদিও রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী পদে থেকে বিপ্লব দেবের একের পর এক কর্মকাণ্ডে ভাবমূর্তী নষ্ট হচ্ছে বিজেপির। অনুন্নয়ন, গুণ্ডারাজ ও হিংসাদীর্ণ ত্রিপুরায় বিজেপির ভাবমূর্তী ঠিক করতেই সরানো হয়েছে বিপ্লব দেবকে।

আরও পড়ুন:Jharkhand: কয়লা চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সিআইএসএফ-এর মহিলা আধিকারিক

এদিকে বিপ্লব দেবের ইস্তফার পর তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “ত্রিপুরায় হাজার হাজার মানুষকে ব্যর্থ করা মুখ্যমন্ত্রীকে বিদায় এবং শুভ পরিত্রাণ! যথেষ্ট ক্ষতি হয়েছে। এতটাই যে বিজেপির শীর্ষ কর্তারাও তার অক্ষমতায় বিরক্ত। তৃণমূল কংগ্রেস রাজ্যে যা অর্জন করেছে তাতে বিজেপির কর্মকর্তারা খুব বিচলিত বলে মনে হচ্ছে। পরিবর্তন অনিবার্য।” এদিকে এই ঘটনার পর তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা দলটাই ২০২৩ সালে চলে যাবে। যারা একটা টার্ম চালাতে পারে না, তারা আবার কী সরকার চালাবে। এরা গোষ্ঠীবাজি নিয়েই ব্যস্ত। এরপর ত্রিপুরায় তৃণমূল সরকার গঠন করবে।”




Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version