Monday, November 10, 2025

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

Date:

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের শেষ সপ্তাহেও বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। IMD কর্তারা জানাচ্ছেন সময়ের বেশ খানিকটা আগেই বর্ষার আগমন হতে চলেছে। আজ মঙ্গলবার (১৩ মে) থেকেই বর্ষা ঢুকছে আন্দামান-নিকোবরে। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২মে বর্ষা প্রবেশ করে। কিন্তু চলতি মরশুমে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই বর্ষা ইনিংস শুরু করতে চলেছে। বাংলায় বৃষ্টির মরসুম কবে থেকে শুরু হচ্ছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী সাতদিন অবশ্য তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সোমবার রাতের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা পারদ ৫ ডিগ্রি কমেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের (Heateave) পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version