Saturday, January 31, 2026

DYFI-এর প্রকাশ্য সম্মেলনে গৌতম দেব, জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

DYFI-এর সর্বভারতীয় সম্মেলন। আর তাকে ঘিরেই রাজ্যে বাম সংগঠন চাঙ্গা করার চেষ্টা চলছে। এই সম্মেলনে এদিকে যেমন লিখিত বার্তা পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবেন ভট্টাচার্য (Budhadev Bhattacharya), তেমন সশরীরে উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব (Goutam Dev)। বুদ্ধবাবুর মতো শারীরিক কারণে দীর্ঘদিন সিপিআইএমের (CPIM) কোনও প্রকাশ্য সভা-সম্মেলনে দেখা যায়নি এই বাগ্মী-বর্ষীয়ান নেতাকে। শুক্রবার, সল্টলেকে DYFI-এর সর্বভারতীয় সম্মেলনে এক প্রদর্শনীতে উপস্থিত হন গৌতম দেব। ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের কাজের খতিয়ান নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন গৌতম।

কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয় DYFI-এর সর্বভারতীয় সম্মেলনে। স্বাধীনতার পরে বেকারত্বের এই সংকট মোদি জমানার আগে আর দেখা যায়নি বলে মতে যুব নেতৃত্বের।

ইভিএমে বামেরা শূন্য হলেও, গত দু বছরে ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা ২ লক্ষাধিক বেড়েছে বলে দাবি। ২০১৮-১৯-এ যেটা ছিল ২৮ লক্ষ, ২০২০-২১ সালে সেটাই দাঁড়িয়েছে প্রায় ৩০লক্ষ। ডিওয়াইএফআই সূত্রে খবর, কলকাতা ছাড়া সমস্ত জেলাতেই সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমনকী, উত্তরবঙ্গেও ডিওয়াইএফআই এগোচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন ২৭ বছর পর হচ্ছে কলকাতায়। বৃহস্পতিবার প্রকাশ্য সমাবেশের পর শুক্রবার থেকে সল্টলেকের ইজেডসিসি-তে সম্মেলন হচ্ছে। দলীয় সূত্রে খবর, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসতে পারেন এরাজ্যের যুব নেতা হিমঘ্নরাজ ভট্টাচার্য। কয়েক মাস আগেই সর্বভারতীয় সভাপতি হয়েছেন কেরলের এ এ রহিম। তিনি রাজ্যসভার সাংসদও। তবে, সম্মেলেনে আগে লড়াকু যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সর্বভারতীয় সংগঠনের পাঠানোর যে জল্পনা ছিল, তা আপাতত হচ্ছে না বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থীরাই, দলের যুবশক্তিকে বার্তা বুদ্ধদেবের

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...