Wednesday, August 27, 2025

I-League: ইতিহাস গড়তে পারল না মহামেডান, টানা দু’বার আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম

Date:

ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। টানা দু’বার আইলিগ (I-league) চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরলা (Gokulam Kerala)। শনিবার সাদা-কালো ব্রিগেডকে ২-১ হারাল তারা। আই লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকল মহামেডানের। প্রিয় দলের প্রথমবার আই লিগ জয়ের স্বাদ নিতে যুবভারতী ভরিয়েছিলেন সাদা-কালো সমর্থকরা। প্রায় ৪০ হাজার দর্শককে হতাশ হয়েই ফিরতে হল। মহামেডানকে ২-১ গোলে হারিয়ে পরপর দু’বার আই লিগ জয়ের নতুন নজির গড়ল গোকুলাম কেরালা এফসি। গোকুলামের দুই গোলদাতা রিশদ এবং এমিল বেনি। মহামেডানের গোলদাতা আজহারউদ্দিন মল্লিক। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন গোকুলাম। ৩৭ পয়েন্ট নিয়ে আই লিগ রানার্স ব্ল্যাক প্যান্থাররা। কয়েকদিন আগেই সন্তোষে কেরলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলার। এদিন বাংলার ক্লাবের সামনে ছিল কেরলের ক্লাব। কিন্তু এবারও চিত্রনাট্য বদলাল না।

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহামেডানের সামনে জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না। রক্ষণ জমাট রেখেই ৫-৩-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। লিগে ১৫ গোল করা মার্কাস জোশেফ এবং শেখ ফৈয়াজকে সামনে রেখে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলকেই অস্ত্র করেছিলেন মহামেডান কোচ। কিন্তু টিম গেম অস্ত্রেই বাজিমাত করে গোকুলাম। স্লোভানিয়ার স্ট্রাইকার লুকা মাজসেনের অনবদ্য ফুটবল মহামেডানের যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দেয়। তাঁর পাস থেকেই দু’টি গোল গোকুলামের।

দ্বিতীয়ার্ধে মহামেডান রক্ষণের ভুলেই ৪৯ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে গোকুলাম। লুকার পাস থেকে গোল করে কেরলের দলটিকে এগিয়ে দেন রিশদ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোকুলাম। মহামেডান ম্যাচে সমতা ফেরায়। মার্কাসের ফ্রিকিক আজহারউদ্দিনের গায়ে লেগে গোলে ঢোকে। কিন্তু ফের রক্ষণের ভুলে গোল হজম মহামেডানের। ৬১ মিনিটে সেই লুকার থ্রু ধরেই গোল করে যান এমিল বেনি। এর পর গোল শোধের সহজ সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন মার্কাস, আজহাররা। এদিন, যুবভারতীতে এসে এএফসি কাপের আগে প্রতিপক্ষ গোকুলামের খেলা দেখে যান এটিকে মোহনবাগান ও বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ, ফুটবলাররা।

আরও পড়ুন:IPL: আইপিএলের ম‍্যাচে ফের বেটিং-এর অভিযোগ

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version