Saturday, November 1, 2025

তৃণমূল থেকে আসা নেতারা বিজেপিতে গুরুত্বহীন: নাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন

Date:

যতই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে বৈঠক করে ক্ষোভ কমানোর চেষ্টা করুন না কেন অর্জুন সিং এখনও ‘বাগী’। সোমবার, দিল্লিতে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকের কথা রয়েছে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তার আগে ফের বিস্ফোরক অর্জুন। ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির নেতৃত্বর বিরুদ্ধে। সাফ জানালেন, রাজ্যের নেতারা বিজেপির ভালো চান না। শুধু তাই নয়, তৃণমূল (TMC) থেকে যাঁরা বিজেপি-তে এসেছেন তাঁরা দলে গুরুত্বহীন বলেও অভিযোগ অর্জুনের।

রবিবার, অর্জুন সিং বলেন, যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁদের গুরুত্ব দেন না দলের অনেকেই। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে- বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুনের। সরাসরি আক্রমণ করে তিনি বলেন, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের কাজ করার জায়গা দিতে হবে। কাগজ-পেন দেওয়া হচ্ছে, কিন্তু কালি দেওয়া হয়নি। তাহলে তাঁরা লিখবেন কীভাবে?

বঙ্গ বিজেপির অনেকেই দলের ভাল চান না বলে তোপ দাগেন অর্জুন। ২০১৯-এর ভোটে বিজেপির এক প্রথমসারি নেতা অর্জুনকে হারাতে চেয়েছিলেন বলেও বিস্ফোরক অভিযোগ করেন বারাকপুরের সাংসদ।এরপরেই প্রশ্ন আসে, তাহলে কি বিজেপি ছাড়ছেন অর্জুন? সরাসরি তার উত্তর না দিয়ে তিনি বলেন, বিজেপিতে কে কবে আছে, কে নেই তা বলা যায় না। তাহলে, অর্জুনের পদ্ম-ত্যাগ কি সময়ের অপেক্ষা? এখন এই জল্পনাই তুঙ্গে।



Related articles

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫...
Exit mobile version