করাচি বিশ্ববিদ্যালয়ের পর এবার বাজারে বিস্ফোরণ।সোমবার সন্ধ্যায় আচমকা বিস্ফোরণ ঘটে করাচির একটি বাজারে। ঘটনায় একজনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন:কোষাগারে টান!ফের বেসরকারিকরণের পথে হাঁটছে মোদি সরকার
করাচির খারাদারের বল্টন বাজারে সন্ধ্যার সময় প্রতিদিনই প্রচুর জনসমাগম হয়। সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে ওই এলাকায়। ওই ঘটনায় এই মহিলা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছে।
গত মাসে করাচি বিশ্ববিদ্য়ালয়ে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শেষ হতে না হতেই আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটল সেই করাচিতেই।
