Sunday, November 9, 2025

কোষাগারে টান!ফের বেসরকারিকরণের পথে হাঁটছে মোদি সরকার

Date:

কেন্দ্রের কোষাগারে ফের টান। আর সেই ঘাটতি মেটাতে ইতিমধ্যেই একাধিক সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। তবে কোষাগারে টান পড়লেও বাদ যাচ্ছে না প্রধানমন্ত্রীর বিদেশ সফর। শুধু আমজনতাকেই এর ঘাটতি পূরণ করতে মাশুল দিতে হচ্ছে। হাত উল্টেই বসে আছে বিজেপি সরকার। শুধু লোকসানের বাহানা। লাভে চলা সংস্থাও চালাতে পারবে না কেন্দ্র। তাই জলের দরে বিকোচ্ছে শেয়ার। সংস্থাগুলি পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়ার নাম তো নেইই, উল্টে একের পর এক সংস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটছে মোদি সরকার।

আরও পড়ুন:CBI দফতরের সামনে ধর্ণা দেবো, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ হবে তো? কেন এমন বললেন কুণাল


কেন্দ্রের বেসরকারিকরণের লক্ষ্য যেন থামছেই না। এবার কেন্দ্রের তালিকায় পরবর্তী সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা SPI।  বর্তমানে এই সংস্থার হাতে কেন্দ্রের প্রায় ৬৩.৭৫% শেয়ার রয়েছে। হাতে থাকা এই শেয়ারের পুরোটাই ছেড়ে দিতে চাইছে কেন্দ্র। প্রসঙ্গত, একটানা দুই বছর ধরে কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা করছে এই সংস্থাকে নিলামে তোলার। একাধিক অফারও তারা পেয়েছে। কিন্তু নির্দিষ্ট কিছু কারণের জন্য তা আটকে ছিল। বর্তমানে অবশ্য এই সংস্থার শেয়ার বিক্রির জন্য উঠেপড়ে লেগেছে কেন্দ্র। সূত্র বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই সংস্থার নিলাম হবে। সেইমতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে।




প্রসঙ্গত, কোষাগার ঘাটতি মেটাতে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারি হাতে তুলে দিয়েছে কেন্দ্র। এমনকী কোষাগারের ঘাটতি মেটাতে বিশ্বের অন্যতম বৃহৎ বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন বা LIC-এর শেয়ারও বেসরকারি হাতে তুলে দিয়েছে কেন্দ্র। এবার আরও ৬০টি সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। একের পর এক সংস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটতে থাকা মোদি সরকার পুরো দেশটাকেই বেঁচে ফেলতে চাইছেন বলে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজনৈতিক মহল অবশ্য বলছে, এবার সোনার ডিম নয়, হাঁসটাকেই বিক্রি করে ফেলতে চাইছেন মোদি।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version