Sunday, November 2, 2025

জম্মু-কাশ্মীর নিয়ে ফের নাক গলানোর চেষ্টা পাকিস্তানের, কড়া প্রতিক্রিয়া ভারতের

Date:

জম্মু-কাশ্মীর(Jammu Kashmir) ইস্যুতে পাকিস্তানের(Pakistan) নাক গলানোর ঘটনা নতুন কিছু নয়। সেই ধারা অব্যাহত রেখে সম্প্রতি পাক সংসদে পাশ হয়েছে জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া প্রস্তাব। পাকিস্তানে পাশ হওয়া সেই প্রস্তাবকে খারিজ করার পাশাপাশি মঙ্গলবার এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিল ভারত(India)। দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি(Arindam Bagchi) স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, এই বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার নেই ইসলামাবাদের।

এদিন ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, “ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে যে প্রহসনমূলক প্রস্তাব পাশ হয়েছে তাকে আমরা খোলাখুলি খারিজ করে দিচ্ছি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকারই নেই পাকিস্তানের। যার মধ্যে ভারতের সেই অঞ্চলও রয়েছে যেটি পাকিস্তান বেআইনি ও বলপূর্বক হস্তক্ষেপ করে রেখেছে।” সেই সঙ্গে বিদেশ মন্ত্রক আরেকবার মনে করিয়ে দিয়েছে, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র অঞ্চল চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”

আরও পড়ুন:ত্রিপুরার পর এবার হিমাচলেও মুখ্যমন্ত্রী মুখের বদল ঘটাতে পারে বিজেপি, এগিয়ে অনুরাগ

উল্লেখ্য, চলতি মাসে জমা পড়েছে জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়ার চূড়ান্ত খসড়া। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। এরপরই নিশ্চিত হয়ে যায়, সংবিধানের নিয়ম মেনে এবার এখানকার লোকসভা ও বিধানসভার আসনেরও পুনর্বিন্যাস করতে হবে। অবশেষে প্রায় আড়াই বছর পরে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।




Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version