Saturday, January 10, 2026

বিজেপিতে থাকব কি না জানতে পারবেন ১৫দিনের মধ্যেই: বিস্ফোরক অর্জুন

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই বিস্ফোরক বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দিলেন, বিজেপিতে থাকবেন কি না সেটাই নাকি বড় প্রশ্ন। জানা যাবে ১৫দিনের মধ্যেই।

সোমবার, দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের কথা ছিল অর্জুনের। সেইমতো সন্ধেয় তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ। দেড় ঘণ্টার বেশি সময় তাঁদের মধ্যে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে অর্জুন সিং জানান, মূলত তাঁদের আলোচনার বিষয় ছিল পাট শিল্প। সমস্যার কথা নাড্ডা গুরুত্ব দিয়ে শুনেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে বারাকপুরের বিজেপি নেতা জানান, সংগঠন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। কেন বাংলায় বিজেপির ভরাডুবি? বুথে লোক দেওয়ার মতো ক্ষমতা নেই গেরুয়া শিবিরের। সেই সমস্ত কথা স্পষ্ট দলের সর্বভারতীয় সভাপতিকে জানান বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ লিখিত আকারে জমা দিতে বলেছেন জে পি নাড্ডা। সেইমতো মঙ্গলবারই নিজের নোট পাঠিয়ে দেবেন অর্জুন। বঙ্গ বিজেপির ভরাডুবির জন্য আগেই রাজ্য নেতৃত্বকে দায়ী করেছিলেন বারাকপুরের সাংসদ।

এরপরেই প্রশ্ন আসে রাজ্য বিজেপি নেতাদের কে না জানিয়ে তিনি সরাসরি নাড্ডার কাছে চলে এসেছেন? উত্তরে অর্জুনের সাফ জবাব, “সবাইকেই বলেছি। দেখি কী ফল হয়?” তাহলে কি সেই ফল দেখার পরেই নিজের দলীয় অবস্থান ঠিক করবেন অর্জুন সিং? জল্পনা উস্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। স্পষ্ট জানিয়ে দেন, “বিজেপিতে থাকব কি না সেটা বড় প্রশ্ন। জানতে পারবেন ১৫দিনের মধ্যেই।

আরও পড়ুন- কোষাগারে টান!ফের বেসরকারিকরণের পথে হাঁটছে মোদি সরকার

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...