Monday, November 10, 2025

লাল পোশাকে মোহময়ী কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz), নজর কাড়লেন বিয়ের ছবিতে। মুহূর্তে ভাইরাল তাঁর ব্যাট হাতে স্টান্ট আর লাস্যময়ী পোজ। পাক অলরাউন্ডারের বিয়েতেও ক্রিকেটের ছোঁয়া। খেলার থিমেই বিয়ে করতে চেয়ে ছিলেন। অবশেষে স্বপ্নপুরন।

পাত্রী : কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz)
পাত্র : ওয়াকার উদ্দিন

এই দুজনের বিয়ে। পাত্রী রীতিমত সেলিব্রেটি, পাক অলরাউন্ডার (Allrounder) কাইনাত ইমতিয়াজ বিয়ের পোশাকে ব্যাটিং করে নেট দুনিয়ায় ভাইরাল। নিজের বিয়ের ছবি নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)আর মুহূর্তেই তা ভাইরাল। বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কাইনাত। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে দাঁড়িয়ে। কোনও ছবিতে আবার ব্যাট-বল দুই-ই রয়েছে। কিছু ছবিতে তো রীতিমতো ব্যাট করতেও দেখা যায় তাঁকে। বোলার কে ছিলেন সেটা প্রকাশ্যে আসে নি। কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এই দায়িত্ব নিয়েছিলেন তাঁর স্বামী স্বয়ং।

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz)। ক্রিকেট মাঠের কেরিয়ার ঈর্ষা করার মতো। পাকিস্তানের জাতীয় দলে (Pakistan Cricket team)২০১০ সালে অভিষেক হয় কাইনাতের। প্রথমে ২০-২০ দলে পরে একদিনের জাতীয় ক্রিকেটে। এক নজরে তাঁর ক্রিকেটের কেরিয়ার:

ম্যাচ খেলেছেন: ১৫ টি ওয়ান ডে এবং ১৫টি টি২০
মোট রান : ২৪৮
বোলার হিসেবে সাফল্য : ৯টি এবং ৬টি অর্থাৎ ১৫ টি উইকেট

পাকিস্তানের এই ক্রিকেটার যথেষ্ট সুন্দরী। খেলার মাঠেও তাঁর রূপের প্রশংসা হয়েছে বারবার। সতীর্থদের সঙ্গে মিলে মিশে আনন্দে থাকতে পছন্দ করেন এই তারকা। বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে শুধু নিজের রূপ দিয়ে নয়, মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। ক্রিকেট যেহেতু প্রথম প্রেম , তাই প্রিয় মানুষের সঙ্গে নব জীবনের অঙ্গীকার করার মুহূর্তেও বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। তাঁর সব সতীর্থরাই তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।



Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version