Saturday, November 8, 2025

পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের, একাধিক অভিযোগ দায়ের

Date:

পল্লবী মৃত্যুরহস্য নিয়ে বাড়ছে জল্পনা। সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীর প্রেমিক সাগ্নিককে। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারীক আতুল ভি-এর তত্ত্বাবধানেই জেরা করা হয়। এমনকী সাগ্নিককের ফ্ল্যাটে তল্লাশিও চালায় গড়ফা থানার পুলিশ। সঙ্গে পল্লবীর মোবাইলও পরীক্ষা করে দেখা হয়েছে। সাগ্নিকের বিরুদ্ধে গড়ফা থানায় ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন:সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য


সাফল্য-অর্থ-প্রেম-ব্রেক-আপ-লিভ ইন-সম্পর্কে ফাটল-মৃত্যু! কী নেই এই মৃত্যুরহস্যে?  পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়েও সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মৃতের পরিবারের তরফে অভিযোগ, পল্লবীর উপার্জিত অর্থও হস্তগত করার চেষ্টা করছিলেন সাগ্নিক। সোমবার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগেও সাগ্নিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই প্রেক্ষিতে পল্লবীর লিভ-ইন সঙ্গীকে গভীর রাত পর্যন্ত জেরা করল পুলিশ। সোমবার গরফা থানায় নিজে হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি। মূলত, তাঁর তত্ত্বাবধানেই পুলিশের বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় সাগ্নিককে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও।




জানা গেছে, পল্লবী আর সাগ্নিকের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার জিনিসপত্র। মাসখানেক আগে থেকেই এখানে বিবাহিত পরিচয়ে থাকতে শুরু করেছিলেন তাঁরা। পল্লবীর ফোন থেকে পুলিশ জানতে পেরেছে মৃত্যুর আগে বাড়ির পরিচারিকাকে শেষ ফোন করেছিলেন পল্লবী। যদিও তাঁদের মধ্যে কী কথোপকথন হয়েছিল তা জানা যায়নি।

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...
Exit mobile version