Atk Mohunbagan: কেরলের কাছে ২-৪ গোলে হারল এটিকে মোহনবাগান

প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পায় এটিকে মোহনবাগান। একটা বল পোস্টে লাগে, ডেভিড উইলিয়ামসের শট বাইরে যায়। চার দলের এই গ্রুপে একটা দল যাবে পরের রাউন্ডে।

বুধবার এএফসি কাপে (AFC Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সদ্য আইলিগ জয়ী গোকুলম কেরলের (Gokulam Kerala FC) কাছে ২-৪ ব্যবধানে হেরে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ফের কেরলের বিরুদ্ধে হারল বাংলা। সন্তোষ ট্রফি, আইলিগ আর এবার এটিকে মোহনবাগান । ৪-২ গোলে এটিকে মোহনবাগানকে হারাল গোকুলাম কেরল এফসি ।

দলে ছিলেন না সন্দেশ ঝিঙ্গন, এরপর টিরির চোট শেষ করে দিল এটিকে মোহনবাগানকে। তার জায়গায় প্রথমার্ধেই দীপক টাংরিকে নিয়ে আসেন জুয়ান ফেরান্দো। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পায় এটিকে মোহনবাগান। একটা বল পোস্টে লাগে, ডেভিড উইলিয়ামসের শট বাইরে যায়। চার দলের এই গ্রুপে একটা দল যাবে পরের রাউন্ডে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করে গোকুলাম। ৫০ মিনিটে গোল লুকার তিনজন ডিফেন্ডারের মধ্যে থেকে ফিনিশ করেন তিনি। ডানদিক থেকে দারুণভাবে উঠে আসেন তাহির জামান। তবে কেন পেনাল্টি বক্সের মধ্যে কেউ লুকাকে ফলো করেননি সেটাই সবথেকে বড় প্রশ্নের।

তবে দ্রুত গোল পরিশোধ করে এটিকে মোহনবাগান। গোল শোধ করেন প্রীতম কোটাল। ৫৩ মিনিটে। লিস্টনের লো কর্নার থেকে ডান পায়ে ফ্লিক করে গোল করেন প্রীতম। তবে ফের ডিফেন্সের ভুলে গোল করে যায় গোকুলাম। ৫৭ মিনিটে ফের কার্যত বিনা বাধায় গোল করে যায় তারা। পাঁচ ডিফেন্ডার থাকলেও গোল করে যান রিশাদ। সাত মিনিটে তিন তিনটি গোল হয়। আরও এক গোলে এগিয়ে যায় গোকুলাম। ৬৫ মিনিটে তৃতীয় গোল করেন লুকা। রক্ষিত ডাগরের লং বল ধরে ফ্লেচার কিছুটা হোল্ড করে বল দেন লুকাকে। আশুতোষ মেহেতাকে গায়ের উপর নিয়ে লুকাকে পাস দেন ফ্লেচার অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করেন লুকা। দ্বিতীয়ার্ধে, রবি বাহাদুর রানাকে নামিয়ে চার ডিফেন্ডারে চলে যান ফেরান্দো। তবে তাতে কিছু লাভ হয়নি। শুরু থেকেই তিন ডিফেন্ডারে খেলতে গিয়ে ভুগতে হল ফেরান্দোকে। প্রবীর দাসকে মাঝখানে থাকায় ডানদিকটা প্রায় ফাঁকা হয়ে যায়। আর সেখান থেকেই গোল হয়।

৮০ মিনিটে বক্সের সামনে থেকে দারুণ নাকল বল ফ্রিকিক থেকে ৩-২ করেন লিস্টন। ডান পায়ে দারুণ শট করেন লিস্টন। খুব কম সময় পেলেও ফের নিজের জাত চেনালেন কিয়ান নাসিরি। ম্যাচের শেষদিকে ফের গোল করে মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জিতিন জিতিন। বল বাড়ান সেই লুকা।

আরও পড়ুন:India Team: দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ: সূত্র